Home / এক্সক্লুসিভ / যে লক্ষণে বুঝবেন আপনার হাতে টাকা আসবে

যে লক্ষণে বুঝবেন আপনার হাতে টাকা আসবে

সামাজিক প্রেক্ষাপটে অর্থ ছাড়া জীবন অচ’ল। বেঁ’চে থাকার জন্য অধিকাংশ প্রয়োজনীয় সামগ্রী অর্থের বিনিময়েই লাভ করা যায়। তবে আয়ের উপরই অর্থের পরিমাণ নির্ভর করে। সেই স’’ঙ্গে চাহি’দা ও জোগানের অর্থনৈতিক সুত্র তো জড়িয়ে রয়েছেই।

কখনও কখনও আয়ের পরিমাণ বৃ’’দ্ধি পেলে অর্থের মাধ্যমে যেমন চাহি’দা ও জোগানের লা’গাম ছাড়া যায়, তেমনই আবার আয়ের ম’ন্দায় অর্থে টান পড়াও মানুষের জীবনে অস্বা’ভাবিক ব্যাপার নয়।

জ্যোতিষীরা অবশ্য পর্যবেক্ষণ শ’ক্তি আর গ্রহ নক্ষ’ত্র বিচার করেই নাকি মানুষের জীবনে অর্থ আ’সছে কিনা বলে দিতে পারেন।

আবার সমাজে কিছু কুসস্কারও প্রচলিত রয়েছে। তেমনই কিছু কুসংস্কারের কথা পরিবর্তনের পাঠকের জন্য তুলে ধ’রা হলো। মিলিয়ে দেখু’ন আপনারও এমন কোনো লক্ষণ দেখা দিয়েছে কিনা।

১. স্বপ্নে যদি সাদা বা সোনালি সা’প দেখেন তবে বুঝবেন শীঘ্রই হাতে টাকা আসার সম্ভাবনা আছে।

২. ঘু’ম থেকে উঠেই যদি আপনাকে দেওয়ার জন্য বৌয়ের হাতে চায়ের বদলে দুধ দেখেন তবে ঘ্যান ঘ্যান না করে চে’পে যান। ঘু’ম থেকে উঠেই দই, দুধ বা দুধ জাতীয় খাবার দেখার অর্থ হচ্ছে অচিরেই টাকা আসতে চলেছে।

৩. ঘু’ম থেকে উঠেই যদি নারকেল কিংবা সাদা রাজহাঁস দেখেন তাহলে বুঝতে হবে খুব শীঘ্রই পকে’টে টাকা ধ’রা দিতে চলেছে।

৪. বেড়াতে যাওয়ার সময় যদি গাড়ির ডানদিকে বাঁদর, সা’প কিংবা অন্য কোনো প্রা’ণী দে’খতে পান তাহলে ভেবে নিতে পারেন খুব শীঘ্রই আপনি ধনী হচ্ছেন।

৫. স্বপ্নে যদি সবুজ মাঠ এবং জলা’শয় দে’খতে পান তবে বুঝতে হবে খুব শীঘ্রই ধনীর খাতায় নাম লেখাচ্ছেন।

৬. আশপাশে যদি গরুকে ঘাস খেতে দেখেন তবে চোখ ফেরাবেন না, তাড়িয়েও দেবেন না। এটি নাকি শুভ লক্ষণ। কাজেই শুধুই তাকিয়ে তাকিয়ে গরুর ঘাস খাওয়া দেখু’ন।

৭. সকালে হাঁটতে গিয়ে যদি আখ দে’খতে পান, তাহলে ধ’রে নিতে পারেন আপনি শীঘ্রই টাকা পেতে চলেছেন।

৮. ‘রাস্তায় হাঁটতে গিয়ে কাক কিংবা অন্য কোনো পাখি যদি আপনার উপরে ইয়ে করে দেয় তবে বির’ক্ত হবেন না, কেননা এতে নাকি অর্থ প্রা’প্তি ঘ’টে।

৯. ভুল করে উল্টো পোশাক পরায় কেউ হাসি ঠাট্টা করলে কানেই নেবেন না। কেননা ভুল করে উল্টো পোশাক পরা নাকি উপহার লাভের লক্ষণ। সূত্র: পরিবর্তন

Check Also

মাংসে লবন কম হয়েছে বলায়, মেয়ের জামাইকে পে’টালেন শ্বাশুড়ি

বাংলা সাহিত্যে জামাই ষষ্ঠীর তেমন রমরমা দেখা না গেলেও, অস্বীকার করার উপায় নেই, বাঙালির সংস্কৃতিতে …