দারুচিনি করো’নার প্রতিষেধক নয়, তবে এতে করো’নামুক্তিতে সাহায্য পাওয়া যায় বলে দাবি করেছেন বিশেষজ্ঞরা।



আদি ভাষায় যাকে পাচন বলা হয়, সেই জিনিস করো’না মোকাবিলায় সাহায্য করতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। স’রাসরি করো’না মুক্তির স’ঙ্গে এর কোনও যোগ না থাকলেও শরীরের স্বাভাবিক রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এটি সাহায্য করে বটে।



আর সেটাই আপাতত মানুষের অ’স্ত্র। যতদিন না সাধারণ মানুষের হাতে করো’না ভাই’রাসের ভ্যাকসিন আসছে, ততদিন মানুষের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাই তাকে বাঁচিয়ে রাখতে পারবে।



দারচিনি দিয়ে পাচন তৈরি করে খেলে সাধারণ ঠাণ্ডা লাগা থেকে মুক্তি পাওয়া যেতে পারে বলে অনেকদিন ধরেই এই পথ্য চালু আছে। করো’নার ক্ষেত্রেও এটিকে ব্যবহার করা যেতে পারে। এছাড়া হার্টের রোগ কমাতেও সাহায্য করে দারুচিনি।



পরীক্ষায় দেখা গেছে, দারুচিনি শরীরে কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে। শরীরে কোলেস্টেরলের মাত্রা কম থাকলে করো’নায় আ’ক্রা’ন্ত হয়ে মৃ’ত্যুর ঝুঁকিও কমবে।



ব্লাড সুগার কমাতেও সাহায্য করে দারুচিনি। ডায়েবিটিস কম থাকলে যদি কেউ করো’না আ’ক্রা’ন্ত হন, তার মৃ’ত্যুর ঝুঁকি কম থকবে। দীর্ঘকাল ধরে ভারতীয় আয়ুর্বেদের ইতিহাসে দারুচিনি ব্যবহারের কথা পাওয়া যায়। প্রাচীন কালে চিকিৎসকরাও এটি ব্যবহার করতেন।