সিস্টেমিক লুপাস ইরাথেমেটাস বা এসএলই, চিকিৎসাবিজ্ঞানের পরিভাষায় যাকে বলা হয় লুপাস। লুপাস মূলত কম বয়সী মেয়েদের রোগ। ১৫ থেকে ৪৪ বছর বয়সী মেয়েরাই বেশি আ’ক্রা’ন্ত হয়। এখনও পর্যন্ত প্রায় ১৩৬৬ জনকে এই রোগে আ’ক্রা’ন্তকে শনাক্ত করা গিয়েছে।



এই রোগের শরীরের একাধিক অ’ঙ্গপ্রত্য’ঙ্গ এমনকি কোষও আ’ক্রা’ন্ত হয়। বৈশিষ্টানুযায়ী এসএলই একটি অটো ইমিউন ডিজিজ। কাজেই একে নিয়ন্ত্রণে রাখতে পারে নিয়মিত চিকিৎসা।



লুপাসের উপসর্গগু’লি হল, তিন মাসের বেশি সময় ধরে একাধিক অস্থি সন্ধি ফুলে থাকা, দীর্ঘমেয়াদি জ্বর, খিঁচুনি, অস্বাভাবিক বুকে ব্যথা, যা দীর্ঘশ্বা’স নিলে বাড়ে। এছাড়াও হাতের তালুতে, নাকে কানে, গলায় ঘা, লালচে প্রস্রাব, আঙুলের গোড়ার রঙ বদলে যাওয়ার মতো উপসর্গও দেখা যায় কোনও কোনও রোগীর ক্ষেত্রে।



একটি কথা বলা আবশ্যক, লুপাস ছোঁয়াচে নয়। লুপাস রোগীরা অচ্ছুত নন। যৌ’ন সংসর্গে কোনও বাধা নেই লুপাসের ক্ষেত্রে। কাজেই প্রয়োজন শুধু চিকিৎসকের পরামর’্শ অনুযায়ী জীবন পরিচালনা করা।
১৯৯৫ সালে ভারতে প্রথম লুপাস রোগীর খোঁজ পাওয়া যায়। তারপর থেকে খুব ধীর পদ’ক্ষেপে এগিয়ে চলেছে এই রোগটি।