Home / সারাদেশ / লকডাউনে বিয়ে, আধা ঘণ্টা পর দম্পতির আত্মহ’ত্যা!

লকডাউনে বিয়ে, আধা ঘণ্টা পর দম্পতির আত্মহ’ত্যা!

ভা’রতের পশ্চিমবঙ্গে লকডাউনের মধ্যে গো’পনে বিয়ে করার আধা ঘণ্টা পর আত্মহ’ত্যা করেছে নবদম্পতি। একই ওড়নায় গলায় ফাঁ’স লাগিয়ে আত্মহ’ত্যা করেছেন স্বামী প্রসেনজিৎ মাঝি ও স্ত্রী’ আগমনী বাগদি। গতকাল শুক্রবার বাঁকুড়া জে’লার ইন্দাস বনপুকুর গ্রামে এ ঘটনা ঘটে।

ভা’রতের সংবাদমাধ্যম জি নিউজের প্রতিবেদনে বলা হয়, আগমনী বাগদির এর আগে বিয়ে হয়েছিল। ছয় মাস আগে তার স্বামী মা’রা যান। পরে বিধবা আগমনীর গো’পনে প্রে’মের স’ম্পর্ক গড়ে ওঠে বনপুকুর গ্রামের প্রসেনজিৎ মাঝির সঙ্গে।

সমাজের বাধানিষেধকে উপেক্ষা দুজনে বিয়ের সিদ্ধান্তও নিয়ে ফেলেন। গতকাল শুক্রবার দুজনেই বাড়ি থেকে পালিয়ে গিয়ে গো’পনে বিয়ে করেন।

স্থানীয়রা মনে করছেন, বিয়ের পর অন্যের বাঁকা চাহনির কথা ভেবে দুজনে একসঙ্গে আত্মহ’ত্যার সিদ্ধান্ত নেন। পু’লিশ গিয়ে ওই দম্পতির মৃ’তদেহ উ’দ্ধার করে ময়নাত’দন্তের জন্য পাঠায়।

Check Also

লকডাউনে কর্মহীন প্রতি পরিবার পাবে ৫০০ টাকা

লকডাউন চলাকালীন কর্মহীন প্রতিটি পরিবার পাবে নগদ ৫০০ টাকা। আর লকডাউন বাড়লে ওই পরিবারগুলোকে চাল, …