লবণ-গোলা পানির উপকারিতা আগেই জানা গিয়েছিল। এক গবেষণায় দেখা যায়,



সাধারণ সর্দিজ্বরের লক্ষণ কমাতে পারে এমন পানি। তা ছাড়া যারা লবণ-পানি দিয়ে গার্গল করেন, নাক পরিষ্কার করেন; তাঁদের কাশি হয় কম।



পাশাপাশি কফ জমার সমস্যাও কম হয়। একইভাবে লবণ-পানির ব্যবহারে করোনাভাইরাসের মৃদু উপসর্গ কমতে পারে বলে ধারণা করছেন যুক্তরাজ্যের



এডিনবরা বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক। তাঁরা অনুসন্ধান করে দেখছেন যে এই লবণ-পানি কভিড-১৯ রোগীদের চিকিৎসায় সহায়ক হয় কি না।



এডিনবরা বিশ্ববিদ্যালয়ের আশার ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক আজিজ শেখ বলছেন, ‘আমরা কভিড-১৯



আক্রান্তদের ওপর লবণ-পানির চিকিৎসা প্রয়োগ করে দেখব। আশা করছি যে এটা এই সংক্রমণের বিস্তার এবং তীব্রতা কমাতে কার্যকর হবে।’