Home / সারাদেশ / ১১ লাখ টাকা বেতনে প্রেমিক পুষছেন ৪৪ বছরের নারী

১১ লাখ টাকা বেতনে প্রেমিক পুষছেন ৪৪ বছরের নারী

২৯ বছর বয়সী এক তরুণ। ৪৪ বছর বয়সী এক নারীর সঙ্গে প্রেম। তবে ঐ তরুণ কিন্তু নিজের ইচ্ছেতে প্রেম করছে না। টাকার বিনিময়ে প্রেম করছে। কি শুনে চমকে গেলেন, ভাবছেন টাকার বিনিময় প্রেম আবার হয় নাকি? হ্যাঁ, এমনটাই হয়েছে ৪৪ বছর বয়সী জুলি নামে এক নারীর সঙ্গে। তিনি প্রেমিককে বেতন দিয়ে রেখেছেন।

৪৪ বছর বয়সী নারী বলেছেন যে তিনি তার প্রেমিককে বেতন দেন। নারীর চেয়ে ১৫ বছরের ছোট প্রেমিক তার। সোশ্যাল মিডিয়ায় এই সম্পর্ক নিয়ে মুখ খুলেছেন নারী ৷ তিনি এই সম্পর্কে আর কী বলেছেন তা চলুন জেনে নেয়া যাক।

জুলি নামের এক নারী টিকটক অ্যাকাউন্ট @julie withthebooty- তে তার প্রেমিক সম্পর্কে অনেক কিছু বলেছেন ৷ জুলির বয়স ৪৪ বছর। আর তার প্রেমিকের বয়স ২৯ বছর ৷ জুলি বলেছিলেন যে সে তার প্রেমিকের জন্য প্রচুর অর্থ ব্যয় করে, যাতে সে তাকে দিয়ে সবকিছু করাতে পারে ৷ জুলি তার প্রেমিককে রান্না থেকে শুরু করে পুল পরিষ্কার করা পর্যন্ত ঘরের সব কাজ করতে বাধ্য করে ৷ তিনি তার টিকটক ভিডিওতে বলেছেন যে এর জন্য সে তার প্রেমিক যা চায় তা নিয়ে আসে। তিনি এক মাসে ১৫ লাখ টাকাও খরচ করেছেন৷

জানা যায়, যখন কেউ ঐ নারীকে জিজ্ঞাসা করেন যে সে তার প্রেমিককে কত টাকা দেয়, তখন ঐ নারী হালকাভাবে বলেন- ‘ মাসে প্রায় ১১ লাখ ৷ তবে তা সত্ত্বেও , প্রেমিক এই মাসে পুল পরিষ্কার করতে ভুলে গেছেন৷ জুলি বলেন যে বেতনের বিনিময়ে তার প্রেমিককে যা বলা হয় তাই সে করে৷ সেটা ঘর পরিষ্কার করা হোক বা অন্য কোনো কাজ ৷

দু’জনের মধ্যে বয়সের ব্যবধান নিয়েও অনেক কথা বলেন, তবে তিনি তাতে পাত্তা দেন না৷ বয়সের ব্যবধান দেখে মানুষ নারীকে বলে যে শীঘ্রই তার প্রেমিক তাকে ছেড়ে কোনো মেয়ের কাছে যাবে৷

এই বিষয়ে জুলি বলেন, আমার প্রেমিক এই বিষয়ে ভয় পাওয়া উচিত, যেন আমি তাকে ছেড়ে না যাই। প্রতিবেদনে বলা হয়েছে, জুলি খুবই ধনী নারী ৷ তার বাংলো, গাড়ি এবং ভালো ব্যাংক ব্যালেন্স আছে৷

Check Also

একসঙ্গে ৬ সন্তানের জন্ম দিলেন তাসলিমা

চট্টগ্রামের নাজিরহাটে একসঙ্গে ছয় সন্তানের জন্ম দিয়েছেন এক মা। সন্তানদের মধ্যে চারজন ছেলে ও দুইজন …