Home / বিনোদন / হস্তমৈথুনের দৃশ্যে অভিনয়ের জেরে ট্রোল, নেটিজেনদের নিম্ন মানসিকতায় ক্ষুব্ধ স্বরা ভাস্কর

হস্তমৈথুনের দৃশ্যে অভিনয়ের জেরে ট্রোল, নেটিজেনদের নিম্ন মানসিকতায় ক্ষুব্ধ স্বরা ভাস্কর

স্বরা ভাস্কর (Swara Bhasker) ইদানিং প্রায়ই সমালোচিত হচ্ছেন। কিছুদিন আগে তালিবান শাসন বনাম হিন্দু স’ন্ত্রাসবাদের কথা বলে নেটদুনিয়ায় বিতর্কের ঝড় তুলেছেন তিনি। এমনকি তাঁর নামে কলকাতার লালবাজার সাইবার ক্রা’ইম সেলে এফআইআর দায়ের করেছেন এক কলকাতাবাসী। এবার তাঁর জীবনে আবারও উঠে এল হ'স্তমৈথুন প্রসঙ্গ।

স্বরা জানিয়েছেন, ‘ভিরে দি ওয়েডিং’ ফিল্মে হ'স্তমৈথুনের দৃশ্যে অ’ভিনয় করার পর থেকে তাঁকে আজও যৌ’ন ইঙ্গিতবাহী ট্রোলের সম্মুখীন ‘হতে হয়। এমনকি তিনি একটি ফুলের ছবি শেয়ার করলেও তাঁকে অ’শালীন ইঙ্গিত করা হয়। এই ঘটনা খুবই নিন্দনীয়। স্বরা নিজের বক্তব্য শুরু করার সময় ক্যাপশন দিয়ে লিখেছেন, সত্যি কথা বলে নিজের জায়গায় দৃঢ় থাকার কথা। তিনি বলেন, বারবার এই প্রসঙ্গে ট্রোল করা অত্যন্ত কুৎসিত মানসি’কতার পরিচয়।

এটা সাইবার সে’ক্সুয়াল হ্যারাসমেন্টের পর্যায়ে পড়ে। কিন্তু হে’নস্থা হলেও তিনি কোনোভাবেই সোশ্যাল মিডিয়ায় তাঁর উপস্থিতি কমাবেন না। তার পাশাপাশি ভার্চুয়াল পাবলিক স্পেস ঘৃণা, ধ’র্মান্ধতায় ভরে উঠুক, তা তিনি চান না। 2018 সালে মুক্তিপ্রা’প্ত ‘ভিরে দি ওয়েডিং’ ফিল্মে অ’ভিনয় করেছিলেন করিনা কাপুর (Kareena Kapoor Khan), সোনম কাপুর (Sonam Kapoor), স্বরা ও শিখা তালসানিয়া (Shikha Talsaniya)। চারটি মেয়ের বন্ধুত্বের কাহিনীকে তুলে ধ’রা হয়েছিল চিত্রনাট্যে। খুব শীঘ্রই শুরু ‘হতে চলেছে ‘ভিরে দি ওয়েডিং’-এর সিকোয়েলের শুটিং।

Check Also

শা’রীরিক স’ম্পর্ক না থাকলে সে সম্পর্ক দীর্ঘস্থায়ী হয় না, বললেন জয়া

‘আমার মুখে এমন কথা শুনে হয়তো অনেকে প্রশ্ন তুলবেন কিন্তু এটাও ঠিক, শারীরিক আকর্ষণ ও …