Home / বিনোদন / স্বামীকে ২৪ ঘন্টায় ২৭ বার আ’দর করতে দেন মাহি

স্বামীকে ২৪ ঘন্টায় ২৭ বার আ’দর করতে দেন মাহি

যারা চিত্রনায়িকা মাহিয়া মাহিকে ফেসবুকে অনুসরণ করেন তারা জানেন প্রেমময় স্ট্যাটাসে জুড়ি নেই তার। প্রায় সময়ই নতুন প্রেমে পড়ার ইঙ্গিত দেন তিনি। অনেক স্ট্যাটাসে থাকে রহস্য।

তার প্রথম স্বামী অপুর সঙ্গে সংসার করার সময়ও বিভিন্ন ধরনের স্ট্যাটাস দিয়ে ছিলেন নায়িকা। সেসময় তার সংসার ভাঙনের খবর রটে গেলেও দেশয় গণমাধ্যমকে তিনি সেসব গুজব বলে উড়িয়ে দিয়েছিলেন।

সেসময় সাক্ষাৎকারে মাহি বলেন, তার যখন মন খারাপ থাকে তখন তিনি প্রেমময় এসব স্ট্যাটাস দেন। মাহির ভাষ্য, আমার যখন অনেক রাগ হয় তখন আসলে মনে থাকে না যে আমি কে, আমাকে অনেকেই দেখছেন ফেসবুকে। আমি কিছু লিখল সেগুলো কন্ট্রোভার্সি তৈরি করতে পারে। জাস্ট নিজের রাগ এড়ানোর জন্য এসব স্ট্যাটাস দেই। অপুর সঙ্গে আমি অনেক রাগ করি। ওকে তো ২৪ ঘণ্টায় আমি ২৭ বার ছেড়ে দেই। সমস্যাটা হলো ও রাগ করে না। তর্ক করে না।

সেই সাক্ষাৎকারে নিজের ক্যারিয়ারের প্রাপ্তি-অপ্রা’প্তির কথাও জানান মাহি।

প্রসঙ্গত, ২০১৬ সালে পারভেজ মাহমুদ অপুকে বিয়ে করেন মাহিয়া মাহি। কিন্তু ২০২১ সালে সেই সংসারের ইতি টেনে মাহি এখন গাজীপুরের ব্যবসায়ী রকিব সরকারের ঘরণী।

Check Also

টাইগারের মত আর কেউ পারে না : দিশা পাটানি

টাইগার শ্রফ এবং দিশা পাটানি। তাদের মধ্যে বর্তমানে বন্ধুত্ব ছাড়া আর কোন সম্পর্ক নেই বলেই …