Home / সারাদেশ / স্ত্রীর আত্মহত্যার চেষ্টা দাঁড়িয়ে ভিডিও করেন স্বামী!

স্ত্রীর আত্মহত্যার চেষ্টা দাঁড়িয়ে ভিডিও করেন স্বামী!

পারিবারিক কোন্দলের জেরে আত্মহ'ত্যার সিদ্ধান্ত নেন ২৯ বছর বয়সী কোন্দাম্মা। শেষ পর্যন্ত ঘরের সিলিং ফ্যানে ফাঁস নিতে উদ্যত হন তিনি। তখন তার স্বামী পেঞ্চালাইয়াহ ঘটনাস্থলেই ছিলেন। কিন্তু স্ত্রীকে থামানোর বদলে তিনি ঘটনা ভিডিও করেন এবং তার আত্মীয়স্বজনকে তা পাঠিয়ে দেন।

মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) ভারতের অন্ধ্রপ্রদেশের নেলোরে এ ঘটনা ঘটে বলে দেশটির সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানায়।

বৃহস্পতিবার প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, ১২ বছর আগে বিয়ে হয় পেঞ্চালাইয়াহ ও কোন্দাম্মার। এই দম্পতির দুটি সন্তান রয়েছে। তারা দু’জনেই চাকরিজীবী।

বেশ কিছুদিন ধরে প্রতারণার অভিযোগে স্ত্রীকে নির্যাতন করে আসছিলেন ওই ব্যক্তি। ঘটনার দিন (মঙ্গলবার) রাতে তাদের মধ্যে তুমুল ঝগড়া হয়। যার পরিপ্রেক্ষিতে কোন্দাম্মা “চূড়ান্ত” সিদ্ধান্ত নিতে বাধ্য হন।

আত্মহ'ত্যায় উদ্যত স্ত্রীকে বাধা দেওয়ার পরিবর্তে নিজের মোবাইল ফোনের ক্যামেরায় ঘটনা ভিডিও করেন ওই ব্যক্তি। পরে সেই ভিডিও স্ত্রীর স্বজনদের কাছে পাঠিয়ে মরদেহ নিয়ে যেতে বলেন।

এ ঘটনায় পাঞ্চালাইয়াহকে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে মামলাও করা হয়েছে।

Check Also

সাইদুরের মাথাটার কিছুই ছিল না, হেলমেটটা ছিল অক্ষত

স্ত্রী রুনু, সঙ্গে দেড় বছরের সন্তান রেহান ও ৯ বছরের রোহান—সবাইকে বেশ অনিশ্চয়তার মুখে ফেলে …