Home / বিনোদন / সন্তানকে স্তন্যপান করাতে করাতেই ‘র‍্যাম্প ওয়াক’,নতুন রেকর্ড গড়লেন শুভশ্রী

সন্তানকে স্তন্যপান করাতে করাতেই ‘র‍্যাম্প ওয়াক’,নতুন রেকর্ড গড়লেন শুভশ্রী

বলিউড হোক বা টলিউড মা হওয়ার পর ওজন বেড়ে যাওয়ার কারণে নেটিজেনদের কটাক্ষের শিকার হননি এমন এক বেশ কমই আছে। আর সেই তালিকায় ঐশ্বরিয়া রাই থেকে শুরু করে করিনা কাপুর খান হোক বা নেহা ধুপিয়া সকলেই নেটিজেনদের কাছে হয়েছিলেন কটাক্ষের শিকার।

মা হওয়ার পর অনেক তারকার ওজন বেড়ে যাওয়া ও গ্ল্যামার কমে যাওয়ার কারণে বলিউড সহ টলিউডের একাধিক সেলেব মা কে হতে হয়েছে কটাক্ষের শিকার। তবে যে যাই বলুক না কেন মাতৃত্বের যে অন্যরকম জৌলুস রয়েছে,

স্বাদ, গন্ধ রয়েছে, তা এবার অভিনবরূপে প্রকাশ করলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছেন বাংলার জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী। সেই ভিডিওতে সন্তানকে স্ত'ন পান করাতে করাতে

রেম্পে হাটতে দেখা যায় বিদেশী মডেলকে। মা হবার পর ওই মডেল যে তার মাতৃত্বকে নবরূপে প্রকাশ করেছেন তার উদহারণ দেখা যায় শুভশ্রীর শেয়ার করা ভিডিও দেখে। সেই মডেলের ভিডিও শেয়ার করেই নেটিজেনদের হতবাক করে দিয়েছেন শুভশ্রী।

Check Also

পাঁচদিন যৌ’নপল্লিতে থাকার কারণ জানালেন নিপুণ (ভিডিও)

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী নিপুণ আক্তার। চলচ্চিত্রের পাশাপাশি ব্যস্ত আছেন নিজের ব্যবসা প্রতিষ্ঠান নিয়েও। এদিকে …