Home / সারাদেশ / শিক্ষিকাকে ধর্ষণ-ভিডিও ধারণ, বারবার সুযোগ নিতেন প্রধান শিক্ষক

শিক্ষিকাকে ধর্ষণ-ভিডিও ধারণ, বারবার সুযোগ নিতেন প্রধান শিক্ষক

গাজীপুর সদর উপজেলায় একটি শিক্ষাপ্রতিষ্ঠানের এমডি ও প্রধান শিক্ষকের বিরুদ্ধে সহকারী শিক্ষিকাকে জোরপূর্বক ধর্ষণ করে তার ভিডিও ধারণের অভিযোগ উঠেছে। পরে ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে একাধিকবার ধর্ষণ করেন অভিযুক্ত সাদেকুল ইসলাম সেলিম।
এ ঘটনায় ১ অক্টোবর ধর্ষণের শিকার শিক্ষিকা জয়দেবপুর থানায় একটি ধর্ষণ মামলা করেন।

ঐ মামলার একমাত্র আসামি সাদেকুল ইসলাম সেলিম ময়মনসিংহের ভালুকা থানার ডাকাতিয়া গ্রামের শামছুল হকের ছেলে। তিনি গাজীপুর সদরের ভাওয়াল মির্জাপুর ইউনিয়নের সৃজনশীল স্কুল অ্যান্ড কলেজের এমডি ও প্রধান শিক্ষক।

মামলা সূত্রে জানা গেছে, ধর্ষণের শিকার শিক্ষিকা ৬ মাস ধরে ওই স্কুল অ্যান্ড কলেজে কর্মরত। প্রধান শিক্ষক সেলিমের অফিস এবং ঐ শিক্ষিকার ডেস্ক একই রুমে হওয়ায় প্রায়ই তাকে উত্ত্যক্ত করতেন এবং কুপ্রস্তাব দিতেন সেলিম।

এতে রাজি না হওয়ায় গত ২৭ জুন বিকেলে শিক্ষকরা স্কুল থেকে চলে যাওয়ার পর অফিস রুমের দরজা বন্ধ করে ঐ শিক্ষিকাকে ধর্ষণ ও গোপনে ভিডিও ধারণ করেন। পরবর্তীতে ধর্ষণের ভিডিও ইটারনেটে ভাইরাল করে দেওয়ার ভয় দেখিয়ে তাকে একাধিকবার ধর্ষণ করেন।

জয়দেবপুর থানার ওসি মাহাতাব উদ্দিন জানান, ধর্ষণের শিকার শিক্ষিকা মামলা করেছেন। আসামি বর্তমানে পলাতক। তাকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

Check Also

একসঙ্গে ৬ সন্তানের জন্ম দিলেন তাসলিমা

চট্টগ্রামের নাজিরহাটে একসঙ্গে ছয় সন্তানের জন্ম দিয়েছেন এক মা। সন্তানদের মধ্যে চারজন ছেলে ও দুইজন …