Home / বিনোদন / শারীরিক চাহিদা কমানোর জন্য গোপনে বিয়ে সারলেন “স্বস্তিকা” !

শারীরিক চাহিদা কমানোর জন্য গোপনে বিয়ে সারলেন “স্বস্তিকা” !

হাতে শাঁখা, মাথায় সিঁদুর, কপালে লাল টিপ ! তাহলে কি আবার গোপনে বিয়ে সেরে ফেলেছেন স্বস্তিকা? টলিপাড়ার প্রথম সারির অভিনেত্রীদের মধ্যে অন্যতম স্বস্তিকা মুখোপাধ্যায়। খোলামেলা পোশাক আর কথার বলার কারণে প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী।

সম্প্রতি পূজা উপলক্ষে সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে পোস্ট করা তার একটি ছবি নিয়ে আবারও আলোচনায় স্বস্তিকা মুখোপাধ্যায়। ছবিতে দেখা গেছে নিজের বাড়িতে বন্ধুদের সঙ্গে পূজার আড্ডা দিচ্ছেন তিনি। হাতে শাঁখা, মাথায় সিঁদুর, কপালে লাল টিপ দেখে প্রশ্ন উঠছে, তাহলে কি এবারের পূজায় বিয়ের কাজটাও কি সেরে ফেললেন তিনি!

১৯৯৮ সালে স্বস্তিকা মুখোপাধ্যায় বিয়ে করেন বিখ্যাত রবীন্দ্র সংগীত শিল্পী সাগর সেনের ছেলে প্রমিত সেনকে। ২০০৪ সালে তাদের বিচ্ছেদ হয়। তখন জিতের সঙ্গে স্বস্তিকার সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন শুরু হয়েছিল। এমনকি পরমব্রত চট্টোপাধ্যায়ের সঙ্গেও সম্পর্ক ছিল তার। এরপর নাম জড়ায় পরিচালক সৃজিত মুখার্জির সঙ্গে। তারপর সুমন মুখোপাধ্যায়ের সঙ্গে লিভ ইন করছিলেন বলেও টলিপাড়ায় খবর রটেছিল।

Check Also

‘আমার সাথে করো.. জিম থেকে ট্রোলারদের ফ্লায়িং কিস শ্রীলেখার, ভাইরাল ভিডিয়ো

নিজের শর্তে জীবনটা বাঁচেন শ্রীলেখা মিত্র (Sreelekha Mitra)। বরাবরই টলিপাড়ার ‘ঠোঁটকাটা’ অভিনেত্রী হিসাবে পরিচিত তিনি। …