Home / সারাদেশ / রাত ১১টায় বাসায় ঢোকেন মামুন, বের হয়ে যান আড়াইটায়: বাসার দারোয়ান

রাত ১১টায় বাসায় ঢোকেন মামুন, বের হয়ে যান আড়াইটায়: বাসার দারোয়ান

নাটোরের গুরুদাসপুরে কলেজছাত্র মো. মামুন হোসেনকে (২২) বিয়ের আট মাসের মাথায় কলেজশিক্ষক খাইরুন নাহারের (৪৫) ম’রদে’হ উ’দ্ধা’র করেছে পুলিশ। এ ঘটনাকে পরিক’ল্পিত ‘হ’ত্যাকা’ণ্ড বলে মনে করছেন খাইরুন নাহারের চাচাতো ভাই সাবের হোসেন।

আজ রোববার সকালে ঘটনাস্থল থেকে সাবের হোসেন বলেন, ‘সকালে একটা কল আসে, আমার বোন নাকি আ’ত্মহ’ত্যা’ করেছে। খবর শুনেই গুরুদাসপুর থেকে ছুটে আসি। এসে দেখি বোনের ম’রদে’হ মেঝেতে পড়ে আছে। ম’রদে’হের গ’লায় বেশ কিছু দা’গ রয়েছে। এতে মনে হচ্ছে ঘটনাটি আ’ত্মহ’ত্যা’ নয়, পরিক’ল্পিত খু’ন। আমরা এ ঘটনার বি’চার দা’বি করছি।’

এদিকে এ ঘটনায় ভাড়া বাসার দারোয়ান নিজাম উদ্দিন বলেন, ‘রাত ১১টায় বাসায় ঢোকেন মামুন। আবার আড়াইটার দিকে বের হন। এ সময় কেন বের হচ্ছে জানতে চাইলে মামুন বলেন, ও’ষুধ কিনতে যাচ্ছেন। পরে সকাল ৬টায় মামুন আবার ফিরে আসেন। এরপর তিনি আমাকে ডা’কেন। আমি চারতলায় গিয়ে দেখি লা’শ সি’লিং ফ্যান থেকে না’মানো।’

এ ঘটনায় স্বামী মামুন হোসেনকে আ’টক করেছে নাটোর থানার পুলিশ। এর আগে আজ রোববার সকাল ৭টার দিকে কলেজশিক্ষক খাইরুন নাহারের ‘ম’রদেহ শহরের বলারিপাড়া এলাকার একটি ভাড়া বাসা থেকে উ’দ্ধার করা হয়।

Check Also

একসঙ্গে ৬ সন্তানের জন্ম দিলেন তাসলিমা

চট্টগ্রামের নাজিরহাটে একসঙ্গে ছয় সন্তানের জন্ম দিয়েছেন এক মা। সন্তানদের মধ্যে চারজন ছেলে ও দুইজন …