Home / বিনোদন / যে কারনে রণবীর কাপুরকে পকেটে কনডম নিয়ে ঘুরতে বললেন : দীপিকা

যে কারনে রণবীর কাপুরকে পকেটে কনডম নিয়ে ঘুরতে বললেন : দীপিকা

প্রাক্তন প্রেমিক রণবীর কাপুরকে সব সময় পকেটে কনডম নিয়ে ঘুরতে বলেছেন বলিউডের অন্যতম জনপ্রিয় নায়িকা দীপিকা পাডুকোন।

৩৪-এ পা রাখলেন দীপিকা। রণবীর সিংয়ের সঙ্গে বিয়ের পর এবার নিজের প্রযোজনা সংস্থার সিনেমা ‘ছপক’ ছবির প্রমোশনে ব্যস্ত সময় কাটছে তার। তাই জন্মদিনে নতুন করে ভক্তদের কোনো উপহার দেওয়ার মুডে নেই অভিনেত্রীর। জন্মদিনে দীপিকা চুপ করে থাকলেও বিতর্ক কোনও সময়ই তাকে ছাড়ে না। যার মধ্যে অন্যতম দীপিকাকে নিয়ে ক্লিভেজ বিতর্ক। যেখানে অভিনেত্রীর পোশাক নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘আমি একজন মহিলা, আমার স্তন আছে। তাতে কারও কোনও সমস্যা আছে কি?

রণবীর কাপুরের সঙ্গে বিচ্ছেদর পর মুখ খোলেন দীপিকা তিনি বলেন, সম্পর্কে থাকাকালীন এর আগেও রণবীর তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। কিন্তু সম্পর্ক টিকিয়ে রাখার জন্য রণবীর বার বার তার কাছে প্রার্থনা করেন, হাতে পায়ে ধরেন। সেই কারণেই এতদিন পর্যন্ত তার সঙ্গে তিনি সম্পর্ক রেখেছিলেন বলে মন্তব্য করেন দীপিকা। রণবীর কাপুরের সঙ্গে বিচ্ছেদের পর কফি উইথ করণ-এ হাজির হন দীপিকা। যেখানে তিনি বলেন, রণবীর কাপুরের উচিত সব সময় পকেটে কনডম নিয়ে ঘোরা।

Check Also

টাইগারের মত আর কেউ পারে না : দিশা পাটানি

টাইগার শ্রফ এবং দিশা পাটানি। তাদের মধ্যে বর্তমানে বন্ধুত্ব ছাড়া আর কোন সম্পর্ক নেই বলেই …