Home / সারাদেশ / মূর্তির পায়ে কোরআন রাখা ব্যক্তির নাম পরিচয় জানা গেল

মূর্তির পায়ে কোরআন রাখা ব্যক্তির নাম পরিচয় জানা গেল

কুমিল্লার পূজামণ্ডপে পবিত্র কোরআন রাখা ব্যক্তিকে সিসিটিভি ফুটেজের মাধ্যমে শনাক্ত করা হয়েছে। ওই ব্যক্তির নাম ইকবাল হোসেন (৩৫)। তিনি কুমিল্লা নগরের সুজানগর এলাকার নূর আহমেদ আলমের ছেলে।

বুধবার (২০ অক্টোবর) কুমিল্লার পুলিশ সুপার ফারুক আহমেদ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।

তিনি জানান, পুলিশের একাধিক সংস্থার তদন্তে এই নাটকীয় অগ্রগতি হয়েছে। ইকবাল হোসেনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

প্রসঙ্গত, শারদীয় দুর্গাপূজার অষ্টমীর দিন গত বুধবার ভোরে কুমিল্লা শহরের নানুয়াদিঘির উত্তরপাড়ে দর্পণ সংঘের উদ্যোগে আয়োজিত অস্থায়ী পূজা মণ্ডপে পবিত্র কোরআন দেখা যায়। এরপর কোরআন অবমাননার অভিযোগ তুলে ওই মণ্ডপে হামলা চালায় একদল লোক। সেখানে ব্যাপক ভাংচুর চালানো হয়।

Check Also

যেভাবে নামকরণ করা হলো ঘূর্ণিঝড় ‘সিত্রাং’

ঘূর্ণিঝড় সিত্রাং ধেয়ে আসছে। বাংলাদেশের বিভিন্ন উপকূলীয় এলাকায় আগামী মঙ্গলবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় আঘাত হানতে …