নেত্রকোনার আটপাড়ায় মা-বোনের ঝগড়া থামাতে গিয়ে দুলাভাইয়ের ছুরিকাঘাতে শ্যালক নিহত হয়েছেন। সোমবার রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান।
১৯ বছর বয়সী শ্যালকের নাম পিয়াস মিয়া। তিনি আটপাড়া উপজেলার বানিয়াগাতি গ্রামের মজু মিয়ার ছেলে। অভিযুক্ত বোনজামাই ৪৫ বছর বয়সী সুনু ফকির একই উপজেলার শ্রীরামপাশা গ্রামের লালু ফকিরের ছেলে।
স্বজনদের বরাত দিয়ে আটপাড়া থানার ওসি মো. জাফর ইকবাল জানান, জমি নিয়ে বিরোধের জেরে সোমবার সন্ধ্যায় রুমেলা আক্তার ও তার মেয়ে হেনা আক্তারের কথা কাটাকাটি হয়। শ্রীরামপাশা গ্রামের রাসেল মিয়ার ধানের জমিতে তাদের ঝগড়া লাগে। পরে ঝগড়া থামতে মাকে আনতে যান পিয়াস। মাকে আনতে গেলে পিয়াসের সঙ্গে সুনু ফকিরের মারামারি হয়।
একপর্যায়ে হাতে থাকা ছুরি দিয়ে শ্যালক পিয়াসের গলায় টান দেন দুলাভাই সুনু ফকির। এতে কেটে গুরুতর রক্তাক্ত হন পিয়াস। এরপর উপস্থিত থাকা লোকজন পিয়াসকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।