সোশ্যাল মিডিয়া খ্যাত তারকা হিরো আলম। সমালোচনা দিয়েই আলোচনায় থাকেন তিনি। অভিনয়, প্রযোজনা ও গান নিয়ে নিয়মিত কাজ করে যাচ্ছেন। তার কাজগুলো প্রকাশ হলেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়।
হঠাৎ করেই আজ বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) হিরো আলমের অফিসিয়াল ফেসবুক আইডি রিমেম্বারিং দেখাচ্ছে। সাধারণত কেউ মারা গেলে ফেসবুক তার অ্যাকাউন্টটি রিমেম্বারিং করে। কিন্তু তিনি এখনো জীবিত।
হিরো আলমের ২০ লাখ অনুসারীর ফেসবুক পেজটিও মৃত ঘোষণা করেছে ফেসবুক। এ বিষয়ে হিরো আলম বলেন, আমি জানি না এমনটা কেন ঘটেছে, সকালে ঘুম থেকে উঠেই দেখি এই অবস্থা। কে যে কখন আমাকে শত্রু ভেবে বসলো বুঝতে পারছি না। বর্তমানে আমি আশুলিয়ার একটি লোকেশনে গানের শুটিংয়ে অংশ নিচ্ছি।