Home / বিনোদন / ‘মারা গেছেন’ নাসিরের সাবেক প্রেমিকা সুবাহ

‘মারা গেছেন’ নাসিরের সাবেক প্রেমিকা সুবাহ

ক্রিকেটার নাসির ও গায়ক ইলিয়াসকে জড়িয়ে আলোচনায় ওঠে আসা নবীন নায়িকা হুমায়রা সুবাহকে ফেসবুকে তাকে মৃত বা ‘রিমেমবারিং’ দেখাচ্ছে।

সোমবার সকাল থেকেই সুবহাকে ফেসবুকে মৃত দেখাচ্ছে। যদিও তিনি বেঁচেই আছেন এবং তার অভিনীত প্রথম সিনেমা ‘বসন্ত বিকেল’ সেন্সর ছাড়পত্র পেয়ে এখন মুক্তির প্রতীক্ষায় রয়েছে।

সুবাহ বলেন, আমি তো বেঁচেই আছি। হঠাৎ করেই কেন এ রকম দেখাচ্ছে, বুঝতে পারছি না। বিষয়টা আমি এরই মধ্যে সাইবার ইউনিট জানিয়েছি। তারা এটা নিয়ে কাজ করছেন।

এ মুহূর্তে সুবহা তার অভিনীত প্রথম ছবি ‘বসন্ত বিকেল’ মুক্তির অপেক্ষায় দিন গুনছেন। ছবিতে তিনি অভিনয় করেছেন ‘দেশা দ্য লিডার’ খ্যাত অভিনেতা শিপন মিত্রের বিপরীতে। সিনেমাটি পরিচালনা করছেন রফিক শিকদার।এটি প্রযোজনা করেছেন সামসুজ্জামান রিমন।

উল্লেখ্য, গত বছরের ডিসেম্বরে ক্রিকেটার নাসিরের সাবেক প্রেমিকা মডেল ও অভিনেত্রী সুবাহ শাহ হুমায়রা সুবাহকে বিয়ে করলেন সংগীতশিল্পী ইলিয়াস।

Check Also

টাইগারের মত আর কেউ পারে না : দিশা পাটানি

টাইগার শ্রফ এবং দিশা পাটানি। তাদের মধ্যে বর্তমানে বন্ধুত্ব ছাড়া আর কোন সম্পর্ক নেই বলেই …