Home / বিনোদন / ভক্তের হাতে নিজের নাম দেখে যা করলেন সানি লিওনি

ভক্তের হাতে নিজের নাম দেখে যা করলেন সানি লিওনি

সিনেমার আইটেম গানে কোমর দুলিয়েও বলিউডের তারকা খ্যাতি পেয়েছেন আলোচিত মডেল ও অভিনেত্রী সানি লিওনি। এজন্য যেখানেই সানি লিওনি, সেখানেই ভক্তদের উত্তাল স্রোত। সেই সব ভক্তদের রয়েছে নানা রকমের পাগলামি। সম্প্রতি এমনই এক ভক্তের দেখা মিলল সানির।

শুক্রবার সেই ভক্তের ভিডিও আপলোড করেছেন সানি। ভক্তের হাতে নিজের নামের ট্যাটু দেখে উচ্ছ্বসিত সানি লিওনি। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে ভিডিও আপলোড করে তিনি ক্যাপশনে লেখেন। হাতে তার নাম লেখার কারণে যদি ভক্তটি আর বউ খুঁজে না পান!

ভারতীয় একাধিক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, কিছুদিন আগে তেলেগু সিনেমা ‘রেণুকাজ ওয়েডিং’ এর শুটিং করতে তিরুপতি গিয়েছিলেন সানি। সেখানেই এ ভক্তের দেখা মেলে সানির।

প্রসঙ্গত, কিছুদিন আগেই ঝটিকা এক সফরে বাংলাদেশে এসেছিলেন তিনি। প্রায় ১৯ ঘন্টার সফর শেষে তিনি ভারতে চলে যান। বর্তমানে তার মালায়লাম ডেবিউ ছবি ‘রঙ্গিলা’র শুটে ব্যস্ত হয়েছেন। যে ছবির পরিচালনা করছেন সন্তোষ নায়ার। এছাড়াও তামিল ছবি ‘ভীরমাদেবী’ সিনেমায় মুখ্য চরিত্রেও অভিনয় করছেন তিনি।

Check Also

নায়ক মান্না স্মরণে গান লিখলেন স্ত্রী শেলী মান্না

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়ক মান্না। অসংখ্য ভক্তকে শোকের সাগরে ভাসিয়ে ২০০৮ সালের ১৭ ফেব্রুয়ারি না-ফেরার …