বিপিএলের ইতিহাস বদলে দিল নারাইনের রেকর্ড। দ্রুত গতির অর্ধশতক করে নারাইন এলোমেলো করে দিয়েছেন চট্টগ্রামের বোলিং লাইনআপ। সেই এক তাণ্ডবেই বিপিএলের দ্রুততম ফিফটির রেকর্ডটা ভেঙে দিয়েছেন তিনি।
মিরাজ, শরিফুলদের তুলোধুনো করে মাত্র ১৩ বলে অর্ধশতক পূর্ণ করেন নারাইন। বিপিএলের ইতিহাসে যা নতুন রেকর্ড। এর আগে বিপিএলে ১৬ বলে হাফ সেঞ্চুরি করেছিলেন আহমেদ শেহজাদ।শেষ পর্যন্ত অবশ্য
১৫ বলে ৫৭ করে প্যাবিলিয়নে ফিরেছেন নারাইন। তার ইনিংসটি ৫টি চার ও ছয়টি ছক্কায় সাজানো। চট্টগ্রামের স্কোর মাত্র ৬ ওভারেই ৮৪ রান। উইকেট খুইয়েছে মাত্র ২টি।নারাইনের বিধ্বংসী
ব্যাটিংয়ে শরিফুলের প্রথম ওভারেই কুমিল্লা তোলে ২০ রান। এরপর আগের ম্যাচে ম্যাচজয়ী বোলার মিরাজকে তুলোধুনো করে তোলেন ২৩ রান।