Home / বিনোদন / বোমা ফাটালেন আলিয়া ভাট, জানালেন শারীরিক মিলনের গোপন খবর

বোমা ফাটালেন আলিয়া ভাট, জানালেন শারীরিক মিলনের গোপন খবর

রণবীর কাপুরের সঙ্গে অভিনেত্রী আলিয়া ভাটের সম্পর্ক বেশ ঘনিষ্ঠ ও দীর্ঘদিনের। বি-টাউনের অন্দরে কান পাতলে রণবীর-আলিয়ার বিয়ের খবর হাওয়ায় ভাসে। যদিও কবে সাত পাকে বাঁধা পড়ছেন এই লাভ বার্ড, তা এখন জানাননি।

রণবীর কাপুরের ক্যাসেনোভা ইমেজ কারোই অজানা নয়। তেমনি প্রেমিকের সঙ্গে কাটায় কাটায় চলেন অভিনেত্রীও। বলিউডের প্রথম সারির নায়িকা আলিয়া। তার যে কোনো মন্তব্যই থাকে সংবাদের শিরোনামে। পুরনো এক সাক্ষাৎকারে যৌ'নতা নিয়ে বোমা ফাটিয়েছিলেন মহেশ ভাট কন্যা। নিজের ব্যক্তিগত বিষয়ে নিয়ে গোপন তথ্য ফাঁস করেছিলেন তিনি।

সাক্ষাৎকারে নিজের পছন্দের সে'ক্স পজিশন নিয়ে মুখ খুলেছিলেন বলি সুন্দরী। জানিয়েছেন তার প্রিয় যৌ'ন অবস্থান হল ‘ক্লাসিক মিশনারি’। এ প্রসঙ্গে কথা বলতে গিয়ে অভিনেত্রীর মন্তব্য, সন্ন্যাসিনীর যেভাবে সহজ সরল জীবনযাপন করেন, তিনিও যৌ'ন জীবনটাকে তেমন ভাবেই উপলব্ধি করেন। কারণ তিনিও একজন সহজ-সরল মানুষ। আলিয়ার এই মন্তব্যই সাড়া ফেলে নেটদুনিয়ায়।

বর্তমানে রণবীরের সঙ্গে সম্পর্কে রয়েছেন অভিনেত্রী। বর্ষবরণ উদযাপনে কেনিয়ার মাসাইমারাকে একসঙ্গে ছুটি কাটাতে গিয়েছিলেন তারকা জুটি। সেখানেই প্রেমিকার ছবি লেন্সবন্দি করেন রণবীর। ইনস্টাগ্রামে ছুটি কাটানো মুহূর্তের একাধিক ছবি পোস্ট করেছেন আলিয়া।

Check Also

নায়ক মান্না স্মরণে গান লিখলেন স্ত্রী শেলী মান্না

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়ক মান্না। অসংখ্য ভক্তকে শোকের সাগরে ভাসিয়ে ২০০৮ সালের ১৭ ফেব্রুয়ারি না-ফেরার …