গাজীপুরের শ্রীপুর উপজেলার বনখিরয়া এলাকার যুবক শরিফুল ইসলামের শুক্রবার বিয়ের দিন ধার্য ছিল। সে অনুযায়ী সব প্রস্তুতিও ছিল চূড়ান্ত। বাড়িতে সবাই মেতেছিলেন বিয়ের আনন্দে। তবে সব আনন্দ মাটি হয়ে গেছে। বিয়ের দিনই গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে ঐ বরের।
সকালে তার গলাকাটা লাশ পড়ে ছিল গজারি বনের ভেতরে। দুপুরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। নিহত শরিফুল ইসলাম বনখিরয়া এলাকার নায়েব আলীর ছেলে। তিনি পেশায় একজন অটোরিকশাচালক ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বনখড়িয়া গ্রামের শরিফুলের শুক্রবার তার নববধূকে তুলে আনার নির্ধারিত দিন ছিল। তবে বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) রাত থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হন তিনি। শুক্রবার দুপুরে গ্রামের গজারি বন থেকে তার গলাকাটা লাশ উদ্ধার করা হয়।
কালিয়াকৈর সার্কেলের সহকারী পুলিশ সুপার আজমীর হোসেন বলেন, সিআইডির একটি টিম ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক তদন্ত কার্যক্রম চালায়। আশা করি খুব শিগগিরই খুনের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে বিচারের মুখোমুখি করা হবে।