Home / বিনোদন / বিয়ের আগেই মাতৃত্বের স্বাদ পেয়েছেন নুসরাত ফারিয়া

বিয়ের আগেই মাতৃত্বের স্বাদ পেয়েছেন নুসরাত ফারিয়া

বিয়ের আগেই মাতৃত্বের স্বাদ পেয়েছেন ঢাকাই চলচ্চিত্রের নায়িকা নুসরাত ফারিয়া। তবে কোনো মানবসন্তান নয়। গৃহপালিত বিড়ালের বাচ্চার মা হয়েছেন তিনি। শনিবার (১৭ডিসেম্বর) বিকালে নিজের ফেসবুক ভেরিফাইড পেজে একটি ছবি পোস্ট করেছেন নায়িকা। ক্যাপশনে লিখেছেন, গর্বিত বিড়ালের মা।

বিড়ালের সঙ্গে ফারিয়ার এই ছবি অনুরাগীদের জানিয়ে দিচ্ছে, তিনি বিড়ালপ্রেমী। কয়েকদিন আগেও এই বিড়ালটির সঙ্গে ছবি প্রকাশ করে জানিয়েছিলেন, তার পরিবারের নতুন সদস্য।

সদ্য প্রকাশিত এই ছবির মন্তব্যের ঘরে বিড়ালপ্রেমের জন্য প্রশংসিত হচ্ছেন নায়িকা। কেউ কেউ তো মজা করে জানতে চাইছেন, কী করলে তার আদুরে বিড়াল হওয়া যাবে! শুধু তাই নয়, ঢালিউড সুন্দরীর স্মিত হাসি ও চাহনিতে মুগ্ধ নেটিজেনরা।

কাজের দিক দিয়ে নুসরাত সম্প্রতি চুক্তিবদ্ধ হয়েছেন ‘ফুটবল-৭১’ সিনেমায়। অনম বিশ্বাস পরিচালিত এ সিনেমায় তার নায়ক আরিফিন শুভ।

Check Also

টাইগারের মত আর কেউ পারে না : দিশা পাটানি

টাইগার শ্রফ এবং দিশা পাটানি। তাদের মধ্যে বর্তমানে বন্ধুত্ব ছাড়া আর কোন সম্পর্ক নেই বলেই …