Home / এক্সক্লুসিভ / বিছানায় ঝড় তুলতে বিশেষ পদ্ধতি গিয়ে হাসপাতালে ভর্তি দম্পতি

বিছানায় ঝড় তুলতে বিশেষ পদ্ধতি গিয়ে হাসপাতালে ভর্তি দম্পতি

স্ত্রীর আবেদ’নে সাড়া দিয়েই বড় ধরনের বিপদে পড়েন ওই স্বা’মী। দাম্পত্য জীবনে সুখ ফিরিয়ে আনতে স্বামী’র কাছে স্ত্রীর বিশেষ আবেদন। নিজের স্ত্রীর এমন আবে’দনে স্বামীও সাড়া দেন। এখানে ঘটে যায় বিপ’ত্তি। তাহলে ঘটনাটি খুলে বলা যাক স্ত্রীর দেয়া বিশে’ষ মলমে বাড়বে শারী’রিক সুখ। স্ত্রী যদিও শেষ পর্যন্ত বড় ধরনের বি’পদের হাত থেকে রক্ষা পেয়েছেন তিনি।

ভারতের মহা’রাষ্ট্রে এই ঘটনাটি ঘটেছে। ভারতীয় গণমা’ধ্যমের খবর অনুযায়ী জানা যায়, সম্প্রতি ভারতের মুম্বাই মহা’রাষ্ট্রের এক যুবক তার স্ত্রীর বিরুদ্ধে চাঞ্চল্যকর অভি’যোগ এনেছেন। ওই যুবক ভা’রতীয় সেনা’বাহিনীতে কাজ করেন। কিছু’দিন আগে ছুটির সময়ে তিনি নিজের বাড়িতে আসেন। আর সেই সময়ে ঘটে এই বিপত্তি। ভুক্ত’ভোগী ওই স্বামীর অভিযোগ, তার স্ত্রী বিশেষ একটি মলম দেন তা’কে।

ওই মলম’টি গোপনাঙ্গে দিলেই শারীরিক উত্তেজনা বেড়ে যায় বলে তাকে (স্বামী’কে) জানায় তার স্ত্রী। ওই যুবক স্ত্রীর কথা’মতো মলমটি পুরুষাঙ্গে মেখে নেন। কিন্তু, এরপরই প্রচণ্ড ব্যথা শুরু হয় ওই যুবকের গোপ’নাঙ্গে। শেষ পর্যন্ত ব্যথা সর্হ্য করতে না পেরে চিকিৎসকের কাছে যান তিনি। চিকি’ৎসার পরে ওই যুবক এখন মোটামুটি সুস্থ রয়েছেন বলে জানা যায়।

ওই স্বামীর অভি’যোগে আরও বলেন, ওই মলমের মধ্যে বিষ মাখা’নো ছিল। প্রেমিকের সঙ্গে মিলে তাকে হত্যার পরি’কল্পনা করেছিল তার স্ত্রী।
এই অভিযোগের ভিত্তিতে ওই নারী’কে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। এ ঘটনার পর থেকে পলাতক রয়েছে ওই গৃহ’বধূর প্রেমিক। ইতোমধ্যে তার খোঁজে অভি’যান চালিয়ে যাচ্ছে পুলিশ।

Check Also

দেড় মাস হলো বিয়ে হয়েছে আর সেদিন থেকেই ঘুমাতে পারিনা: সাদিয়া রহমান

সোহান অফিস যাওয়ার পর শুয়ে থাকতে থাকতে ঘু’মিয়ে গিয়েছিলাম। এমন সময়ে দরজায় কলিং বেল বাজলো …