Home / সারাদেশ / ফেসবুকে স্ট্যাটাস দিয়ে নিজেকেই শেষ করে দিলেন এইচএসসি পরীক্ষার্থী

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে নিজেকেই শেষ করে দিলেন এইচএসসি পরীক্ষার্থী

শুভ দাস (১৮) নামে এক এইচএসসি পরীক্ষার্থী ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আত্মহ'ত্যা করেছে। চলতি বছর চাটমোহর সরকারি কলেজ থেকে শুভর এইচএসসি পরীক্ষা দেওয়ার কথা ছিল।

মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় পাবনার চাটমোহর পৌর শহরের নতুনবাজার কালীসাগরপাড় এলাকায় এ ঘটনা ঘটে। মৃত্যুর ঘণ্টাখানেক আগে শুভ তার নিজের ফেসবুক প্রোফাইলে বেশ কয়েকটি ছবি ও হিন্দি সিনেমার ভিডিও (আংশিক) পোস্ট দেন। এর মধ্যে সর্বশেষ সে তার প্রোফাইল পিকচারটি পরিবর্তন করে। শুভ সেখানে The End লেখেন।

জানা যায়, জনৈক এক তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল শুভর। সম্প্রতি তাদের দুজনের মধ্যে মনোমালিন্য হয়। এ নিয়ে গত ২৭ নভেম্বর ঘুমের ট্যাবলেট খেয়ে আত্মহ'ত্যার চেষ্টা চালায় শুভ। পরে তাকে হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়ার পর সুস্থ হয়। সিনিয়র সহাকারী পুলিশ সুপার (চাটমোহর সাকের্ল) সজীব শাহরীন বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করে ময়নাতদন্তের জন্য লা'শ মর্গে পাঠানো হবে বলে জানান তিনি।

Check Also

‘শারীরিক চাহিদা’ মেটাতে না পারায় স্বামীকে খু”ন!

মাত্র দেড় মাস আগে সিরাজগঞ্জের শাহজাদপুরের আগনুকালি গ্রামের মৃত আবুসামার ছেলে শরিফুল (২৫) বিয়ে করেছিলেন …