Home / এক্সক্লুসিভ / পরকীয়া আটকাতে স্ত্রীর গো’পনা’ঙ্গে আঠা দিলেন স্বামী

পরকীয়া আটকাতে স্ত্রীর গো’পনা’ঙ্গে আঠা দিলেন স্বামী

পরকীয়া আটকাতে স্ত্রীর গোপনাঙ্গে শক্তিশালী আঠা ঢেলে দেওয়ার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত স্বামী ডেনিস মুমোকে আটক করেছে পুলিশ। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দক্ষিণ কেনিয়ার কিটুই শহরে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমের তথ্য মতে, পেশায় ব্যবসায়ী ডেনিস। ব্যবসার কাজে মাঝে মধ্যেই দেশে-বিদেশে যেতে হয়। ডেনিসের অভিযোগ, তার অনুপস্থিতির সুযোগ নিয়ে স্ত্রী অন্তত ৪ জন পুরুষের সঙ্গে সম্পর্ক গড়ে তুলেছেন। আর তার যথেষ্ট প্রমাণ তার কাছে ছিল বলে দাবি ডেনিসের। ডেনিস জানিয়েছেন, তার স্ত্রী একজনকে নগ্ন ছবিও পাঠিয়েছিলেন। এর সঙ্গেই ওই ব্যক্তির সঙ্গে তার শারীরিক সম্পর্ক ছিলো। এই সব দেখে তিনি তার বৈবাহিক সম্পর্ক বাঁচাতেই স্ত্রীর গোপনাঙ্গে আঠা দিয়ে সিল করে দিয়েছিলেন।

এদিকে, বিষয়টি জানাজানি হতেই হইচই পড়ে যায়। অভিযোগ যায় পুলিশের কাছে। তারপরই গ্রেপ্তার করা হয় ডেনিসকে। তাকে ঘরোয়া নির্যাতনের অভিযোগে আদালতেও তোলা হয়। তবে একই সঙ্গে ডেনিসের স্ত্রীর বিরুদ্ধেও ব্যাভিচারের অভিযোগ আনা হয়েছে। মামলা চলছে স্থানীয় আদালতে।

Check Also

দেড় মাস হলো বিয়ে হয়েছে আর সেদিন থেকেই ঘুমাতে পারিনা: সাদিয়া রহমান

সোহান অফিস যাওয়ার পর শুয়ে থাকতে থাকতে ঘু’মিয়ে গিয়েছিলাম। এমন সময়ে দরজায় কলিং বেল বাজলো …