Home / বিনোদন / পপির পরিবার মুখ খুললেন পপির মা হওয়া নিয়ে

পপির পরিবার মুখ খুললেন পপির মা হওয়া নিয়ে

নায়িকা সাদিকা পারভিন পপি পুত্র সন্তানের মা হয়েছেন এমন একটি খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। অপরদিকে এক বছরেরও বেশি সময় ধরে পপির সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি কারও।

পপির সঙ্গে যোগাযোগ করা উপায় নেই, তাই অভিনেত্রীর বাবার কাছে বিষয়টি নিয়ে জানতে চাওয়া হয়। পপির বাবা ব্যাপারটি আরও কঠিন করে তোলেন। তিনি বলেন, শুনেছি পপি সন্তান সম্ভাবনা। এসব নিয়ে নানাজনের নানা প্রশ্নের উত্তর দিতে হচ্ছে।

পপির বাবা আরও বলেন, বাবা হিসেবে বেশ দুশ্চিন্তায় আছি। আমি বা আমার পরিবারের কেউই এ বিষয়ে কিছু জানি না। পরিবার নিয়ে আমি অনেক দিন ধরেই খুলনায় আছি। এমনকি পপির সঙ্গে বারবার যোগাযোগ করার চেষ্টা করেও ব্যর্থ হচ্ছি। এখন মেয়ে যদি বাবার ফোন না ধরে, তাহলে এই দুঃখ কাকে জানাবো! আমরাও অপেক্ষায় আছি ওর খবর পাওয়ার।

পপি সবকিছু থেকেই বিচ্ছিন্ন। এরপরই গুঞ্জন ছড়ায়, নায়িকা এক শিল্পপতিকে গোপনে বিয়ে করেছেন। তার সঙ্গে সংসার করছেন। এবার শোনা যাচ্ছে, গত সপ্তাহের বৃহস্পতিবার রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি পুত্রসন্তানের জন্ম দিয়েছেন বলে শোনা যাচ্ছে।

পপি আড়াল ভেঙে সবকিছু প্রকাশ করলে, অথবা তার ঘনিষ্ঠ সূত্র থেকে নিশ্চিত করলে তবেই জানা যাবে সত্যি ঘটনা। জানা যাবে পপি আসলেই ‍মা হয়েছেন কি না। সেই পর্যন্ত অপেক্ষা করতে হবে।

Check Also

টাইগারের মত আর কেউ পারে না : দিশা পাটানি

টাইগার শ্রফ এবং দিশা পাটানি। তাদের মধ্যে বর্তমানে বন্ধুত্ব ছাড়া আর কোন সম্পর্ক নেই বলেই …