ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নৃত্যকলা বিভাগের ২০১৫-১৬ সেশনের শিক্ষার্থী ইলমা চৌধুরী মেঘলার রহস্যজনক মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার স্বামী ইফতেখার আবেদীনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার বিকেল ৪টার দিকে রাজধানীর বনানীতে স্বামীর বাসায় মেঘলার মৃত্যু হয়। স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন এটাকে আত্মহ'ত্যা বললেও মেঘলার পরিবারের দাবি, এটি হ'ত্যাকান্ড।
জানা যায়, বিকালে মেঘলাকে গুলশান ইউনাইটেড হসপিটাল লিমিটেডে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য পরবর্তীতে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।
মেঘলার মা সিমথি চৌধুরী বলেন, ‘আমার মেয়ে আত্মহ'ত্যা করতে পারে না। তাকে হ'ত্যা করা হয়েছে। আমি এর বিচার চাই।’ মেঘলার সহপাঠী মর্জিনা নাসরিন মুমু বলেন, আমাদের প্রথমে জানানো হয়েছে মেঘলা আত্মহ'ত্যা করেছে। কিন্তু আমরা হাসপাতালে তার শরীরে মারধরের আঘাতের চিহ্ন দেখতে পাই।
এ ঘটনাকে দুঃখজনক আখ্যা দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী বলেন, মেঘলার শরীরে আঘাতের চিহ্ন পাওয়ার কথা শুনেছি। আমরা তার পরিবারের সঙ্গে মিলে এ ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীর পরিবারের পক্ষে কাজ করবে। ন্যায়বিচারের জন্য যা যা করা দরকার তা করবে। হাসপাতালে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা রয়েছেন বলে জানান তিনি।
বিষয়টি নিশ্চিত করে বনানী থানার ওসি নুরে আজম মিয়া বলেন, এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।