Home / বিনোদন / ঢাকা ও গ্রামের বাড়িতে কোরবানি দেবেন বুবলী

ঢাকা ও গ্রামের বাড়িতে কোরবানি দেবেন বুবলী

ঈদুল আজহা ইস’লাম ধ’র্মাবলম্বীদের সবচেয়ে বড় দুটো ধ’র্মীয় উৎসবের দ্বিতীয়টি। চলতি কথনে এই উৎসবটি কুর’বানির ঈদ নামেও পরিচিত। কোরবানির অর্থ হলো ‘ত্যাগের উৎসব’।

এই উৎসবের মূল প্রতিপাদ্য বিষয় হল ত্যাগ করা। আট দিন পর দেশে কোরবানির ঈদ। ঈদুল আজহা উপলক্ষে নিজের পরিকল্পনার কথা জানিয়েছেন ঢাকাই সিনেমা’র জনপ্রিয় নায়িকা শবনম বুবলী।

বুবলী বলেছেন, আমি সবসময় ঢাকা এবং আমা’র গ্রামের বাড়িতেও কুর’বানি দিই। এটি চলমান থাকবে। লকডাউনের কারণে রাজধানীর বাসাতেই অবস্থান করছেন বুবলী। পরিবারের সদস্যদের সঙ্গে সময় কা’টাচ্ছেন। পছন্দের ছবি দেখছেন, বই পড়ছেন।

এক বছর বিরতির পর অ’ভিনয়ে নিয়মিত হয়েছেন তিনি। বর্তমানে দুটি ছবির শুটিং করছেন। তিনটি ছবি মুক্তির অ’পেক্ষায় আছে। পাশাপাশি তিনি বিজ্ঞাপনেও অ’ভিনয় করেছেন।

বর্তমানে বুবলী দুটি নতুন ছবির শুটিংয়ে ব্যস্ত ছিলেন। তবে লকডাউনের কারণেই ছবি দুটির শুটিং আ’ট’কে গেছে। ছবি দুটি হচ্ছে, তপু খানের পরিচালনায় ‘লিডার’ এবং মো. ইকবালের পরিচালনায় ‘রিভেঞ্জ’।

Check Also

পরীমনির বাসায় মিলেছে ভয়ঙ্কর এলএসডি-আইস মাদক

রাজধানীর বনানীতে আলোচিত চিত্রনায়িকা পরীমনির বাসায়অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকসহ তাকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন …