Home / এক্সক্লুসিভ / জেনে নিন মেয়েদের উত্তে’জনার চরম তৃ’প্তির লক্ষণগুলো

জেনে নিন মেয়েদের উত্তে’জনার চরম তৃ’প্তির লক্ষণগুলো

ঢাকা, ০৭ এপ্রিল ২০১৮: সহবাসে নারীদের কিভাবে উত্তেজিত করা যায় এ সংক্রান্ত অনেক আর্টিকেল রয়েছে। নারীকে যৌন মিলনে জাগিয়ে তোলার জন্য পুরুষদের কিছু কলাকৌশল অবলম্বন করা ভালো। তাতে তারা দ্রুত মিলনের জন্য প্রস্তত হয়।

এখানে এ সংক্রান্ত কিছু টিপস দেয়া হলো :-

১. মিলনের সময় নারীদের মুখ, কপাল, গাল ইত্যাদি স্থানে ঘন ঘন চুম্বন করা ও ধীরে ধীরে ঘর্ষণ করা।

২. সঙ্গমের পূর্বে নারী দেহের বিভিন্ন স্থান স্পর্শ করলে, ধীরে ধীরে নাড়াচাড়া করলে কাম উত্তেজনা জাগে।

৩. নারীর যৌন ইন্দ্রয়গুলি স্পর্শ, ঘর্ষণ ও মর্দন করা উচিত।

৪. বিশেষ করে স্তন ও ভগাঙ্কুর মর্দন কাম উত্তেজনার সহায়ক।

৫. প্রয়োজন হ’লে ধীরে ধীরে আঘাতকরা, দংশন করা বা নিপীড়ন করা চলে।

৬. সহবাসের আগে উপরোক্ত বিষয়ে স্ত্রীকে ভালভাবে উত্তেজিত কারা একান্ত আবশ্যক-অন্যথায় স্ত্রীর অতৃপ্তি থেকে যেতে পারে।

নারীর উত্তেজনার লক্ষণ :-

নারী উত্তেজিত হ’লে তার কি কি লক্ষণ পেতে পারে সেগুলির মধ্যে উল্লেখযোগ্য হলো –

১. নারী উত্তেজিত হ’য়ে পড়লে এবং কামবিহ্বল হলে তার দু’টি চোখ অর্দ্ধনিমীলিত ও রক্তবর্ণ ধারণকরে।

২. জোরে জোরে নিশ্বাস পড়তে থাকে।

৩. চেহারার মধ্যে উত্তেজনার ভাব স্পষ্ট ফুটে ওঠে।

৪. হাত পা শিথিল হ’য়ে পড়ে।

৫. চোখ বুজে থাকতে চায়।

৬. তার লজ্জা কমে যায়, পুরুষ তার অঙ্গস্পর্শ করলে সে তাতে বাধা দেয় না।

৭. পুরুষ তার গোপন স্থানে হাত দিলে বা চাপ দিলে সে তা উপভোগ করে।

৮. সব রকম ভয়, সঙ্কোচ কাটিয়ে সারাটা দেহই সে পুরুষকে অর্পণ করে।

নারীর তৃপ্তির লক্ষণ :-

নারী যৌন তৃপ্তি লাভ করলে তার মধ্যে যে লক্ষণগুলি প্রকাশ পায় তার মধ্যে উল্লেখযোগ্য হলো –

১. তাদের দেহ নুইয়ে পড়ে।

২. সারাটা দেহে যেন অবসান আসে।

৩. দ্রুত হৃৎস্পন্দন হ’তে থাকে।

৪. আবেশে চোখ বুজে থাকে।

৫. যোনি থেকে রসস্রাব নির্গত হয়।

৬. নারীর সারা দেহে পুনঃপুনঃ শিহরণ হতে থাকে।

৭. অনেকে পূর্ণ তৃপ্তির আবেশে অজ্ঞান পর্যাপ্ত হ’তে পারে এমন ঘটনাও জানা যায়।

৮. ধীরে ধীরে গোঁ গোঁ বা প্রাণীর অনুরূপ শব্দ বের হ’তে পারে।

৯. সে পুরুষকে জোর করে বুকে চেপেও ধরে রাখতে পারে।

Check Also

দেড় মাস হলো বিয়ে হয়েছে আর সেদিন থেকেই ঘুমাতে পারিনা: সাদিয়া রহমান

সোহান অফিস যাওয়ার পর শুয়ে থাকতে থাকতে ঘু’মিয়ে গিয়েছিলাম। এমন সময়ে দরজায় কলিং বেল বাজলো …