Home / এক্সক্লুসিভ / ছবিটিতে কয়টি বাঘ আছে বলুন তো?? ৯০% মানুষই ভুল উত্তর দিয়েছে

ছবিটিতে কয়টি বাঘ আছে বলুন তো?? ৯০% মানুষই ভুল উত্তর দিয়েছে

ছবিতে এক বাঘ দম্পতি তাদের দুই সন্তান নিয়ে বসে আছে। এক্ষেত্রে যদি প্রশ্ন ছুড়ে দেওয়া হয়, ছবিটিতে ক’টি বাঘ, তাহলে নিঃসন্দেহে তা অবান্তর বলে মনে হবে। যদি বলা হয়, এখানে ১৬টি বাঘ রয়েছে, তাহলে হয়তো চোখ কপালে উঠে যাবে অনেকের।

সোজাভাবে দেখলে চারটি বাঘই নজরে পড়বে এখানে। কিন্তু ‘অপটিক্যাল ইলাসস্ট্রেশন’ পোস্টারটিতে একটু ভালো করে তাকালেই দেখতে পাবেন এখানে চারটি নয় মোট ১৬টি বাঘ রয়েছে।

মূলত শিশুদের জন্য এই ‘লজিক পাজল’ তৈরি করা হয়েছে, যেখানে ১২টি বাঘের মুখ লুকিয়ে রয়েছে।গবেষকরা মনে করেন, শিশুর পরিপূর্ণ মেধা বিকাশে পাজল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

ক্রসওয়ার্ড, সুডোকু, লজিক পাজল, ভিজুয়্যাল কোনানড্রাম মানসিক দক্ষতা বৃদ্ধিতে সাহায্য করে। স্মৃতিশক্তি বাড়ায়, বিশ্লেষণ করার ক্ষমতা বাড়ায়।ছবিটির ফোরগ্রাউন্ড-ব্যাকগ্রাউন্ড সব দিকে মনোযোগ দিলেই এখানে ১৬টি বাঘ খুঁজে পাবেন।

Check Also

দেড় মাস হলো বিয়ে হয়েছে আর সেদিন থেকেই ঘুমাতে পারিনা: সাদিয়া রহমান

সোহান অফিস যাওয়ার পর শুয়ে থাকতে থাকতে ঘু’মিয়ে গিয়েছিলাম। এমন সময়ে দরজায় কলিং বেল বাজলো …