Home / বিনোদন / চতুর্থ শ্রেণির সেই ছবিতে চিনতে পারছেন তুমুল জনপ্রিয় এই অভিনেত্রীকে?

চতুর্থ শ্রেণির সেই ছবিতে চিনতে পারছেন তুমুল জনপ্রিয় এই অভিনেত্রীকে?

বর্তমান সময়ের তুমুল জনপ্রিয় এবং দর্শকপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী। অসংখ্য নাটক ও টেলিফিল্ম উপহার দিয়েছেন তিনি। তাকে পছন্দ করেন না- এমন দর্শক মেলা ভার। তার অভিনয়দক্ষতা সব সময়ই সবার নজর কেড়েছে।

সামাজিকমাধ্যমে নিয়মিত নিজের ভালো ও মন্দ লাগা সব সময়ই শেয়ার করে নেন এই অভিনেত্রী। সোমবার (২৬ ডিসেম্বর) তেমনই একটি ছবি তিনি। যেটি বেশ কয়েক বছরের পুরানো সঙ্গে বর্তমান সময়ের ছবি কোলাজ করা।

ছবিটি শেয়ার করে মেহজাবিন জানান, এটি তার ছোট বেলার ছবি। ওই সময় তিনি চতুর্থ শ্রেণিতে পড়াশোনা করতেন। ছবিটির ক্যাপশনে এই অভিনেত্রী আরো যোগ করে লেখেন, আমার শৈশবের চুল কাটা, লেডি ডায়ানা দ্বারা অনুপ্রাণিত হয়েছিল।

মেহজাবিনের এই দুষ্টু-মিষ্টি পোস্ট ও তার ছবিটি অনুরাগীদের নজর কেড়েছে। অবশ্য এর আগেও নিজের ছোটবেলার ছবি শেয়ার করে প্রশংসা কুড়িয়েছিলেন তিনি।

Check Also

চিৎকার করছিলাম ঐসব না করতে, তবু ছাড়েনি : রেশমি

ঐসব না করতে চিৎ’কার করছিলাম-বলিউডের মি’ডিয়া পাড়ায় প্রায়ই শো’না যায় কা’স্টিং কা’উচের কথা। সো’জা কথায় …