Home / স্পোর্টস / কোহলির বিরুদ্ধে ফেক ফিল্ডিংয়ের অভিযোগে বড় পদক্ষেপ নিলো বিসিবি!!

কোহলির বিরুদ্ধে ফেক ফিল্ডিংয়ের অভিযোগে বড় পদক্ষেপ নিলো বিসিবি!!

বিরাট কোহলির বিরুদ্ধে ‘ফেক ফিল্ডিং’এর অভিযোগ তুলেছেন বাংলাদেশের ক্রিকেটার নুরুল হাসান। বিরাট কোহলি বল ছোঁড়ার নাটক করলেও ফিল্ড আম্পায়াররা কোনও পদক্ষেপ নেননি বলে দাবি তুলেছেন বাংলাদেশের তারকা ক্রিকেটার। অথচ আইসিসির নিয়ম অনুযায়ী নাকি এমন ভুয়ো ফিল্ডিংয়ের জন্য ৫ রান পেনাল্টি পাওয়ার কথা ছিল বাংলাদেশের।

বিরাট কোহলির বিরুদ্ধে অভিযোগ উঠেছে ফিল্ডিং করার অভিনয় করার। আইসিসির নিয়ম অনুযায়ী এমন কিছু করে ব্যাটারকে অমনোযোগী করে দিলে বিপক্ষ দলকে ৫ রান দিতে হবে। কিন্তু বাংলাদেশকে সেটা দেওয়া হয়নি। টি-টোয়েন্টি বিশ্বকাপে ৫ রানে হেরে যায় তারা। এই নিয়ে কি এ বার ব্যবস্থা নেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড?

ঘটনাটি ঘটে বাংলাদেশ ইনিংসের সপ্তম ওভারে। অক্ষর প্যাটেলের বলে অফ-সাইডে শট নেন লিটন দাস। নন-স্ট্রাইকার প্রান্তে ছিলেন নাজমুল হোসেন শান্ত। বাউন্ডারি লাইন থেকে বল ধরে উইকেটকিপার প্রান্তে থ্রো করেন অর্শদীপ সিং।

তবে বল যখন পয়েন্টে ফিল্ডিং করা কোহলির পাশ দিয়ে যাচ্ছিল,বিরাট তখন বল ধরে নন-স্ট্রাইকার প্রান্তে থ্রো করার অভিনয় করেন। তা নিয়েই বিরাটের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তুলেছেন বাংলাদেশের নুরুল হাসান।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্তা জালাল ইউনুস বলেন,‘কিছু হলেই যে বোর্ডের মাধ্যমে অভিযোগ করা হবে,ব্যাপারটা এমন নয়। এটা তো স্কুল নয় যে,আপনি গিয়ে হেডমাস্টারের কাছে অভিযোগ করবেন। পরিস্থিতিটা সে রকম না।

তবে আমরা যেন সঠিক জায়গায় গিয়ে কথা বলতে পারি, সেটা মাথায় আছে।’ বিরাট যে বল ছোড়ার ভঙ্গি করেছিলেন,সেটি আম্পায়াররা দেখতে পাননি। মাঠের দুই আম্পায়ার মারাইস ইরাসমাস এবং ক্রিস ব্রাউনের নজর এড়িয়ে যায় এই ঘটনা। তৃতীয় আম্পায়ারও আপত্তি করেননি। বাংলাদেশের দুই ব্যাটারের তরফেও কোনও প্রতিবাদ আসেনি।

আইসিসির ৪১.৫ ধারা অনুযায়ী,ব্যাটারকে কোনও ভাবে বাধা দিলে বা বিক্ষিপ্ত করার চেষ্টা করলে আম্পায়াররা ঘটনার গুরুত্ব বুঝে বিপক্ষ দলকে পাঁচ রান শাস্তি হিসাবে দিতে পারেন। এ ক্ষেত্রে মাঠের দুই আম্পায়ারই এই ঘটনাকে সেই রকম মনে করেননি এবং কোহলি যে কোনও অপরাধ করেছেন সেটিও মনে করা হয়নি।

তাই শাস্তিও দেওয়া হয়নি। আইসিসির নিয়মে বলা আছে যদিও প্রকৃতই এমন ঘটনা ঘটে সেটা সর্বদাই ‘আনফেয়ার প্লে’ হিসেবে চিহ্নিত করা হবে। ব্যাটসম্যানকে বিভ্রান্ত করার জন্য

কোনও ফিল্ডার বল হাতে না থাকা সত্ত্বেও বল ছোঁড়ার নাটক করলে সেই ডেলিভারিটিকে ডেড-বল হিসেবে ঘোষণা করতে পারেন আম্পায়াররা। শাস্তি হিসেবে ব্যাটিং দলকে ৫ রান উপহার দেওয়ারও নিদান রয়েছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (ICC) নিয়মে।