Home / বিনোদন / কে তুমি নন্দিনী, আগে তো দেখিনি

কে তুমি নন্দিনী, আগে তো দেখিনি

কলকাতার বুকে রমরমিয়ে চলছিল পর্ন র‍্যাকেট। সেই ব্যবসার ‘নন্দিনী’র নাম নন্দিতা দত্ত। পর্ন কাণ্ড চালানোর অভিযোগে বুধবার গ্রেফতার করা হয় নন্দিতা দত্ত এবং তার সঙ্গী মৈনাক ঘোষকে। এই ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তিদেরও খুঁজে বের করার জন্য মাঠে নেমেছে কলকাতার পুলিশ।

ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত খবরে, নন্দিতাই মূলত এই চক্রটি চালাতেন। মৈনাক চিত্রগ্রাহক। ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে তারা উঠতি মডেল এবং ‘ইচ্ছুক’ ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করতেন। পুলিশ এ-ও জানিয়েছে, ঘণ্টার পর ঘণ্টা ধরে তাদের শ্যুটিং হত। ‘নিওফ্লিক্স’ এবং ‘রেডওয়াইপ টু’-তে পর্ন ছবিগুলি দেখানো হত।

পুলিশের হাতে ধরা পড়ার পরেই নন্দিতা দত্তের পরিচয় নিয়ে প্রশ্ন উঠেছে। ফেসবুকে নিজেকে অভিনেত্রী এবং মডেল বলে পরিচয় দিয়েছেন নন্দিতা। তার ফেসবুক প্রোফাইল জুড়ে নানা ফোটোশুটের ছবি। খোলামেলা পোশাক পরে বিভিন্ন ভঙ্গিতে ছবি তুলেছেন নন্দিতা।

প্রত্যেকটি ছবিতেই লাইকের সংখ্যা দেখার মতো। ফেসবুকে তার ফলোয়ারের সংখ্যা ২১ হাজারের কিছু বেশি। সম্প্রতি একটি তেলুগু ম্যাগাজিনের জন্য মডেলিং করেছেন।

Check Also

মিলনে রাজি হইনি বলে সিনেমা থেকে বাদ পড়েছি : শ্রীলেখা

বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের আত্মহ'ত্যার পর ফিল্ম ইন্ডাস্ট্রির জঘন্য রাজনীতি ও পক্ষপাতদুষ্টের কথা সামনে …