Home / বিনোদন / কাল ছিলেন শ্বশুর, আজ তিনি স্বামী!

কাল ছিলেন শ্বশুর, আজ তিনি স্বামী!

ছেলের বউকে নিয়ে শ্বশুর পালিয়ে যাবার ঘ’টনায় এলাকায় ব্যা’পক চাঞ্চল্য ও হাস্যরসের সৃষ্টি হয়েছে। পারিবারিক সূত্রে জা’না যায়, গত নয় মাস পূর্বে বাবা নুর ইসলাম (৪৫) ছেলের পছন্দের মেয়ের সাথেই বিয়ে দেয় তার ছেলে বেলাল হোসেনের (২২)। ঘ’টনাটি গত ২৪ আগস্ট পঞ্চগড় জে’লার আটোয়ারী উপজে’লার তোড়েয়া ইউনিয়নের ছেপরাঝার গ্রামে বিয়ের পরেই জীবিকা নির্বাহের জন্য স্ত্রীকে রেখে ক’র্মস্থলে চলে যেতে হয় বেলালকে।

ছুটি পেলেই মাঝে মাঝে বাসায় আসতো ছেলে। বেলাল বাসায় আ’সলে তার সাথে খা’রাপ আচরণ করতো তার স্ত্রী। এই বিষয়ে নুর ইসলামের স্ত্রী তসলিমা বলেন, ‘আমা’র ছেলে বাসায় আ’সলে আমা’র বউমা প্রতিদিন বি’ছানায় শোয়ার সময় আমা’র ছেলের সাথে খা’রাপ আচরণ করতো।

মাঝে মাঝে দেখা যেত আমা’র স্বামী আমা’র বৌমা’র সাথে আমাদের শোবার ঘরে বসে হাসাহাসি করতো। সন্দে’হ হলে আমা’র স্বামীকে জিজ্ঞাসাবাদ করলে তিনি বলতেন বৌমা হলো নিজে’র মেয়ের মত। এসব নিয়ে আমাকে প্রায় সময়ই মা’রপিট করতো। সম্মানের ভয়ে আমি বিষয়টি কাউকে জা’নাতে পারিনি।

১লা ভাদ্র মাসে ভাদর কাটানির উৎসব পা’লনের জন্য বৌমা তার বাবার বাড়িতে যায়।’মেয়ের পরিবারিক সূত্রে জা’না যায়, খালার বাড়িতে বেড়াতে যাওয়ার উদ্দেশে মেয়ে তার বাবার বাড়ি থেকে বের হয়ে যায়। আগে থেকে শ্বশুর বৌমা যুক্তি-বুদ্ধি করে রেখেছিল। প’রিকল্পনা

অনুসারে খালার বাড়িতে না গিয়ে তারা পালিয়ে বিয়ে করে ঢাকার উদ্দেশ চলে যায়। ঘ’টনার কয়েকদিন পর মেয়ে তার মাকে ফোনে নি’শ্চিত করে যে সে তার শ্বশুরকে বিয়ে করে বর্তমানে ঢাকায় সংসার করছে। এদিকে শ্বশুর বৌমা বিয়ে করায় এলাকার মানুষ ধিক্কার ও তীব্র নি’ন্দা জা’নাচ্ছে। এলাকাবাসীসহ উভয় পক্ষের পরিবার শ্বশুর- বৌমা’র দৃষ্টান্তমূলক শা’স্তির দা’বি করছে। যেন ভবিষ্যতে দ্বিতীয়বার এ ধ’রনের জঘন্যতম ঘ’টনার পুনরাবৃত্তি না ঘ’টে

Check Also

টাইগারের মত আর কেউ পারে না : দিশা পাটানি

টাইগার শ্রফ এবং দিশা পাটানি। তাদের মধ্যে বর্তমানে বন্ধুত্ব ছাড়া আর কোন সম্পর্ক নেই বলেই …