Home / বিনোদন / এবার বাংলা মঞ্চ মাতাতে আসছেন সানি লিওন

এবার বাংলা মঞ্চ মাতাতে আসছেন সানি লিওন

কখনো ঊর্মিলা মাতণ্ডকর, রাবিনা টান্ডন, কখনো আবার অনিল কাপুরকে দেখা গিয়েছে ভারতীয় রিয়েলিটি শো ‘ডান্স ডান্স জুনিয়র সিজন ২’-এ। এবার নতুন চমক থাকছে শোয়ের দর্শকের জন্য।

এবার মঞ্চ মাতাতে আসছেন বলিউডের দুই তারকা-শিল্পী সানি লিওন এবং রেমো ডি’সুজা।

সানি লিওন আসার খবর ইতোমধ্যে বাংলায় চাউর হয়ে গেলেও রেমোর এসেছিল কিনা, সে বিষয়ে এখনো ফিসফাস চলছে। টেলিপাড়ার বিশেষ সূত্রে জানা গিয়েছে, সানির সঙ্গে কোরিয়োগ্রাফার এবং পরিচালক রেমোও এসে শুট করে গিয়েছেন।

স্টার জলসার এই রিয়েলিটি শোয়ের তিন বিচারক মনামী ঘোষ, দেব এবং ‘মহাগুরু’ মিঠুন চক্রবর্তীর সঙ্গে একই মঞ্চে দেখা যাবে এই দুই তারকাকে।

কিন্তু কবে দেখা যাবে এই পর্ব? সে তথ্য এখনো মেলেনি।

Check Also

পর্নো জগতের সম্পর্কে ভয়াবহ তথ্য দিলেন মিয়া খলিফা

পর্নো দুনিয়া সম্পর্কে ভয়াবহ তথ্য দিলেন পর্নো জগতের বিখ্যাত সাবেক তারকা মিয়া খলিফা (২৬)। অভিযোগ …