Home / বিনোদন / একসঙ্গে যশ-নুসরাত, যশের গাড়িতে ভাঙচুড়

একসঙ্গে যশ-নুসরাত, যশের গাড়িতে ভাঙচুড়

নতুন বছরের শুরু থেকেই টলিউডে নতুন গুঞ্জন। অভিনেত্রী ও তৃণমূল সাংসদ নুসরাত জাহান এবং নিখিল জৈনের সোনার সংসার নাকি ভা’ঙতে চলেছে। আর এই ভা’ঙনের নেপথ্যে রয়েছেন অভিনেতা যশ দাশগুপ্ত।তবে এই নিয়ে হাজার গুঞ্জন রটলেও, সোশ্যাল মিডিয়ায় নানা ট্রোল হলেও, এ ব্যাপারে একেবারেই মুখ খুলতে নারাজ যশ ও নুসরাত।

কিন্তু লোকের মুখ কি আ’টকানো সম্ভব? সে যাই হোক এরই মধ্যে নুসরাত ও যশ দাশগুপ্ত একসঙ্গে অংশ নিলেন মাচা অনুষ্ঠানে। কুলগাছিয়ার এক মাচা অনুষ্ঠানের স্টেজে একসঙ্গে দেখা গেল যশ ও নুসরতকে। তবে এই অনুষ্ঠানে তাদের নিয়ে হওয়া ‘সম্পর্ক’ গুঞ্জন নিয়ে কোনো মন্তব্যই করেননি যশ ও নুসরাত।

টাইমস অফ ইন্ডিয়ায় প্রকাশিত খবর অনুযায়ী, এই মাচা অনুষ্ঠানে যাওয়ার পথেই যশের গাড়িতে ভা’ঙচুড় হয়। সংবাদমাধ্যমকে যশ জানিয়েছেন, ‘চা খেতে নেমেছিলেন গাড়ি থেকে। খাওয়া-দাওয়া সেরে ফিরে এসে দেখি গাড়ির স্ক্রিন ভে’ঙে গিয়েছে। স্থানীয় লো’কেরা বললেন, মা’নসিক ভা’রসাম্য হা’রানো কোনো এক ব্য’ক্তির কাজ।

কয়েক দিন থেকেই টলিপাড়ায় গুঞ্জন উ’ড়ছে নিখিল জৈনের সঙ্গে নাকি স’ম্পর্ক ভা’ঙতে চলেছে নুসরাতের! তবে এই নিয়ে তেমন কোনো স্পষ্ট প্রমাণ না থাকলেও, এদিক-ওদিক, টলিউডের গ্রিনরুমে নিখিল ও নুসরাতের স’ম্পর্কের তি’ক্ততার কথা এখন হট কেকের মতো ছ’ড়িয়ে পড়েছে। আপাতত, এই নিয়ে না মুখ খুলেছেন নুসরাত, না মুখ খুলেছেন নিখিল!

গল্পটা শুরু হয়েছে ইনস্টাগ্রামের এক হ্যাশট্যাগ নিয়েই। যার থেকেই রটে গিয়েছে যশ দাশগুপ্ত ও নুসরাত নাকি একসঙ্গে ঘুরতে গিয়েছেন। আর সেই ঘোরার গল্পই ছড়িয়ে গিয়ে নুসরাত-নিখিলের অন্দর মহলে। এমনকি, দেখা গিয়েছে নুসরাত-নিখিল দু’জনেই ইনস্টাগ্রামে নিজেদের আনফলো করেছেন।

Check Also

পর্নো জগতের সম্পর্কে ভয়াবহ তথ্য দিলেন মিয়া খলিফা

পর্নো দুনিয়া সম্পর্কে ভয়াবহ তথ্য দিলেন পর্নো জগতের বিখ্যাত সাবেক তারকা মিয়া খলিফা (২৬)। অভিযোগ …