ঢালিউডের জনপ্রিয় তারকা অভিনেত্রী জয়া আহসান। তিনি শুধু বাংলাদেশে নয় ওপার বাংলায়ও সমান জনপ্রিয়। রোববার (২৬ ডিসেম্বর) জয়া নতুন ফটোশুটের বেশ কয়েকটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন। তাতেই ঝড় উঠেছে নেটাগরিকদের মধ্যে।
ইতিমধ্যে ছবিগুলো প্রশংসিত হচ্ছে। ভক্তরা ভালোবাসায় যেমন ভরিয়ে দিচ্ছেন প্রিয় তারকাকে তেমনি নেতিবাচক প্রশ্ন ছুড়ে দিচ্ছেন অনেকে। একজন মন্তব্য করেছেন, ‘ভালো লাগে এভাবে গ্লোবাল ওয়ার্মিং এর কারণ হতে?’
অন্যদিকে আর এক নেটাগরিক মো. শাকিল খাঁন লিখেছেন, ‘উফফফ! কেউ ফায়ার বিগ্রেড খবর দাও। আগুন রে আগুন’। এই দিকে ইসমাইল হোসেন ফিরোজ লিখেছেন, ‘এই শীতকালেও গ্রীষ্মকালীন গরমের অনুভূতির কারণ এই ছবিগুলো।’ মো. ওমর ফারুখ লিখেছেন, ‘এই গান চলবো না গানে নাই বিট সব কিছু বাদ দিয়া জয়া আপা হিট।’
অবশ্য এই অভিনেত্রী এসব মন্তব্যে নির্বিকার। এ প্রসঙ্গে কিছুদিন আগেই টাইমস অব ইন্ডিয়ার কাছে জয়া আহসান বলেছিলেন, ‘আমি বাজে মন্তব্যগুলো নিয়ে এখন আর বেশি ভাবি না।এটা আমাদের জীবনের অংশ হয়ে গেছে। যে কেউ এখন অন্য কাউকে নিয়ে যা খুশি বলতে পারেন।’