Home / সারাদেশ / ‘আল্লাহ সবাইরে বাঁচায় দেন’ লঞ্চে বেঁচে ফেরা যাত্রীর আহাজারি (ভিডিও)

‘আল্লাহ সবাইরে বাঁচায় দেন’ লঞ্চে বেঁচে ফেরা যাত্রীর আহাজারি (ভিডিও)

ঝালকাঠির সুগন্ধা নদীতে ঢাকা থেকে বরগুনাগামী এমভি অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ডে শেষ খবর পাওয়া পর্যন্ত দুইজন নিহত এবং দগ্ধ ৭০ জনকে উদ্ধার করা হয়েছে। অগ্নিকাণ্ডে বেঁচে ফেরা এক যাত্রী ফেসবুক লাইভে পুরো ঘটনার বর্ণনা দিয়েছেন।

ঘটনার বর্ণনা দিতে গিয়ে ঐ যাত্রী বলেন, অনেকেই লঞ্চ থেকে লাফিয়ে পড়ে প্রাণ বাঁচিয়েছেন। যাত্রীদের ধারণা হতাহতের সংখ্যা অনেক। তবে কেউ এখনো নির্দিষ্ট করে কোনো তথ্য দিতে পারেনি।

তিনি বলেন, পোড়া গন্ধ পেয়ে আমি ভিআইপি কেবিন থেকে বেড়িয়ে এসে দেখি লঞ্চে আগুন লেগেছে। তখন আমার স্ত্রী, শ্যালক নিয়ে নদীতে ঝাঁপ দিয়ে প্রচণ্ড ঠান্ডায় নদী সাঁতরে তীরে উঠেছি। লঞ্চ ভাসতে ভাসতে কোথাও গিয়ে থেমেছে। তবে এটুকু বলছি, লঞ্চের কোনো অংশ পোড়ার বাকি নেই।

বৃহস্পতিবার রাত তিনটার দিকে ঝালকাঠির সদর উপজেলার ৮নং গাবখান ধানসিঁড়ি ইউনিয়নের গাবখান চ্যানেলে চলন্ত অবস্থায় লঞ্চটিতে আগুন লেগে যায়। ঘটনাস্থলে উদ্ধার কাজ চালাচ্ছে ফায়ার সার্ভিস ও পুলিশ।

বেঁচে ফেরা যাত্রীর ফেসবুক লাইভ দেখতে ক্লিক করুর

Check Also

একসঙ্গে ৬ সন্তানের জন্ম দিলেন তাসলিমা

চট্টগ্রামের নাজিরহাটে একসঙ্গে ছয় সন্তানের জন্ম দিয়েছেন এক মা। সন্তানদের মধ্যে চারজন ছেলে ও দুইজন …