Home / বিনোদন / আমি নতুন জোর করে আমার দ্বারা সব কিছু করা সম্ভব না- পূজা চেরি!!

আমি নতুন জোর করে আমার দ্বারা সব কিছু করা সম্ভব না- পূজা চেরি!!

জাজ মাল্টিমিডিয়ার হাত ধরে শিশুশিল্পী থেকে চিত্রনায়িকা বনে যাওয়া ঢালিউডের সম্ভাবনাময়ী অভিনেত্রী পূজা চেরি। যিনি এখন হয়ে উঠেছেন অনেকেরই পছন্দের নায়িকা। এই পর্যন্ত তিনি ‘নূরজাহান’, ‘দহন’, ‘পোড়ামন-২’, ‘প্রেম আমার-২’, ‘জ্বীন’, ‘শান’, ‘সাইকো’ সিনেমায় অভিনয় করেছেন।

বর্তমানে ভাইয়ের বিয়ে নিয়ে ব্যস্ত সময় পার করছেন এ নায়িকা। পাশাপাশি সিনেমার চিত্রায়ণ এবং বিভিন্ন অনুষ্ঠানেও অংশ নিচ্ছেন তিনি। ব্যস্ততার মাঝে নিজেকে ফি’ট রাখতে জিম করতেও ভোলেন না পূজা। ফেসবুকেও শেয়ার করেছেন তার শারীরিক কসর’তের এক ঝলক। এক সাক্ষাৎকারে তিনি বলেন, অন্য সব কিছু মিস হলেও ফিট থাকতে ব্যায়াম করা মিস দেই না।

যদিও আমি বেশি খেলেও তেমন মু’টিয়ে যাই না। তবুও জিম করি নিয়মিত। জিম করার বিষয়ে কোনো ছাড় নেই। খুব বেশি খেতে পছন্দ করেন না পূজা। বলেন, আরে না না, খাওয়া-দাওয়ার প্রতি আমার লোভ কম। আমাকে তো জো’র করেও খাওয়ানো যায় না। আমার মনে হয়
মোটা হয়ে গেলে আমি আর অভিনয় করতে পারব না, সিনেমা করাই ছেড়ে দেব।

এদিকে পূজা চেরি অভিনয় করছেন সরকারি অনুদানের সিনেমা ‘হৃদিতা’ এবং সৈকত নাসির পরিচালিত ‘ক্যাশ’ সিনেমায়। এছাড়া চু’ক্তিব’দ্ধ হয়েছেন আরো কয়েকটিতে। সেগুলোর ঘোষণা আনুষ্ঠানিকভাবেই আসবে বলে জানা গেছে।

Check Also

টাইগারের মত আর কেউ পারে না : দিশা পাটানি

টাইগার শ্রফ এবং দিশা পাটানি। তাদের মধ্যে বর্তমানে বন্ধুত্ব ছাড়া আর কোন সম্পর্ক নেই বলেই …