Home / বিনোদন / আমার স্বামী আছে, অন্য পুরুষের সঙ্গে প্রেম করবো কোন দুঃখে

আমার স্বামী আছে, অন্য পুরুষের সঙ্গে প্রেম করবো কোন দুঃখে

হালের জনপ্রিয় অভিনেত্রী উর্মিলা কর। একের পর এক নাটকে কাজ করে দর্শকদের মন জয় করেছেন। তবে তাকে নিয়ে সম্প্রতি গুঞ্জন উঠেছে। বলা হচ্ছে- অভিনেতা সিয়ামের সঙ্গে তার গোপন প্রেমের সম্পর্ক রয়েছে। তবে উর্মিলা নিজে কিন্তু সে কথায় কান দিতে মোটেই রাজি নন।

উল্টো এ ব্যাপারে অভিনেত্রী বলেন, ‘সিয়ামের সঙ্গে আমার মিষ্টি একটা সম্পর্ক আছে। তবে সেটি প্রেম নয়। কিন্তু কেউ কেউ আমাদের সেই সম্পর্ককে প্রেম হিসেবে আখ্যায়িত করছে। এভাবে আমাদের দু’জনের সম্পর্ককে নেতিবাচকভাবে দেখা ঠিক নয়।’

উর্মিলা আরও বলেন, ‘আমি তো বিবাহিত। আমার স্বামী আছে। স্বামী ছাড়া অন্য পু'রুষের সঙ্গে প্রেম করতে যাব কোন দুঃখে।’

সিয়ামের সঙ্গে প্রেমের গুঞ্জন সম্পর্কে তিনি বলেন, ‘সিয়ামের পরিবারের সঙ্গে আমার সুন্দর একটি সম্পর্ক রয়েছে। এমনকি তার গার্লফ্রেন্ডের সঙ্গেও আমার সম্পর্ক রয়েছে। এরপরেও কিভাবে আমাদের দু’জনের মধ্যে প্রেম হয়? অনেকেই ভালোভাবে না জেনেই আমাদের নিয়ে এভাবে মন্তব্য করেন। সিয়াম আমার অনেক ভালো একজন বন্ধু। সিয়াম ছাড়াও জোবান, শবনম ফারিয়ার সঙ্গে আমার ভালো বন্ধুত্ব আছে।’

নিজের স্বামী ও পরিবার প্রসঙ্গে উর্মিলা বলেন, ‘আগামী সপ্তাহে আমার স্বামী ইউকে যাচ্ছেন। ইউকে গভারমেন্ট থেকে তিনি স্কলারশিপ গ্রহণ করবেন। স্ত্রী হিসেবে এটি আমার জন্য অনেক আনন্দের। এছাড়া শশুর-বাড়ির সবার সঙ্গে আমার সু-সর্ম্পক আছে।’

Check Also

পাঁচদিন যৌ’নপল্লিতে থাকার কারণ জানালেন নিপুণ (ভিডিও)

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী নিপুণ আক্তার। চলচ্চিত্রের পাশাপাশি ব্যস্ত আছেন নিজের ব্যবসা প্রতিষ্ঠান নিয়েও। এদিকে …