Home / বিনোদন / আজ বিয়ে করছেন ভিকি-ক্যাটরিনা

আজ বিয়ে করছেন ভিকি-ক্যাটরিনা

বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ ও অভিনেতা ভিকি কৌশল আজ বিয়ে করছেন। এর আগে গতকাল বুধবার তাদের গায়ে হলুদের আনুষ্ঠানিকতা হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, বিয়ে উপলক্ষে মঙ্গলবার এ জুটি অতিথিদের জন্য একটি অনুষ্ঠানের আয়োজন করে। রাজস্থানের শহর সাওয়াই মাধপুরের বিলাসবহুল সিক্স সেন্সেস ফোর্ট বারওয়ারায় বিয়ের আয়োজন করা হচ্ছে। এরই মধ্যে এ জুটি পরিবারসহ বিয়ের অনুষ্ঠানস্থলে পৌঁছেছেন। পৌঁছেছেন অতিথিরাও।

অনুষ্ঠানে আসা অতিথিদের আয়োজন চলাকালে মোবাইল ফোন ব্যবহার থেকে বিরত থাকার অনুরোধ করেছেন ভিকি-ক্যাট।

বিয়ের অনুষ্ঠানে শুধু দুই পরিবারের ঘনিষ্ঠ ও বন্ধুরা উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে অতিথিদের সবাইকে কোভিড-১৯ প্রটোকল মেনে চলতে হবে। করোনার দুই ডোজ ভ্যাকসিন নেননি এমন কেউ অনুষ্ঠানে যেতে পারবেন না।

কফি উইথ করণ অনুষ্ঠানের ভিন্ন ভিন্ন পর্বে উপস্থিত হয়ে ভিকি ও ক্যাটরিনা নিজেদের প্রতি আগ্রহের কথা জানিয়েছিলেন। গুঞ্জন রয়েছে, এরপর থেকেই তাদের মধ্যে প্রেমের শুরু।

তবে তারা বিষয়টি প্রকাশ্যে স্বীকার করেননি কখনো। যদিও তাদের উভয়কে বিভিন্ন অনুষ্ঠানে একসঙ্গে দেখা গিয়েছিল।

Check Also

টাইগারের মত আর কেউ পারে না : দিশা পাটানি

টাইগার শ্রফ এবং দিশা পাটানি। তাদের মধ্যে বর্তমানে বন্ধুত্ব ছাড়া আর কোন সম্পর্ক নেই বলেই …