Home / সারাদেশ / অস্ট্রেলিয়ার কিংবদন্তি ক্রিকেটার শেন ওয়ার্ন মারা গেছেন

অস্ট্রেলিয়ার কিংবদন্তি ক্রিকেটার শেন ওয়ার্ন মারা গেছেন

অস্ট্রেলিয়ার কিংবদন্তি ক্রিকেটার শেন ওয়ার্ন মারা গেছেন। সন্দেহজনক হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫২ বছর।

ফক্স স্পোর্টসের এক প্রতিবেদনে বলা হয়, শেন ওয়ার্ন থাইল্যান্ডের কোহ সামুইতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। ঐ প্রতিবেদনে আরো জানানো হয়, শেন ওয়ার্নকে তার ভিলায় অচেতন অবস্থায় পাওয়া গেছে এবং চিকিৎসাকর্মীদের সর্বোচ্চ চেষ্টার পরও তাকে বাঁচানো যায়নি।

শেন ওয়ার্নের মৃত্যুর বিষয়টি নিয়ে গোপনীয়তার অনুরোধ করেছে তার পরিবার। পরবর্তীতে তার মৃত্যুর ব্যাপারে বিস্তারিত জানাবে শেনের পরিবার। শেন ওয়ার্ন তার ক্রিকেট ক্যারিয়ারে ঘূর্ণি জাদুঘরসহ নানা উপাধিতে ভূষিত ছিলেন। ক্রিকেট বিশ্বে তাকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ লেগ স্পিনার হিসেবে বিবেচনা করা হয়।

Check Also

দেড় বছরের সন্তানকে বাঁচাতে খালি হাতেই বাঘের সঙ্গে মায়ের লড়াই

ভারতের মধ্যপ্রদেশে বন থেকে হঠাৎই লোকালয়ে এসে দেড় বছরের এক শিশুকে আক্রমণ করে বসে বাঘ। …