Home / সারাদেশ / অশ্লীল ভিডিও দেখিয়ে শিশুদের যৌন নির্যাতন করতেন তিনি

অশ্লীল ভিডিও দেখিয়ে শিশুদের যৌন নির্যাতন করতেন তিনি

বরগুনায় অশ্লীল ভিডিও দেখিয়ে যৌন নির্যাতনের অভিযোগে নুর মোহাম্মদ নামে একজনকে আটক করেছে পুলিশ। শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে বরগুনা সদর উপজেলার কেওড়াবুনিয়া ইউপির লতাবাড়িয়াভ গ্রাম থেকে তাকে আটক করা হয়।

জানা যায়, অভিযুক্ত নুর মোহাম্মদ লতাবাড়িয়া গ্রামের মাদরাসা পড়ুয়া চার শিশুকে মাদরাসায় আসা যাওয়ার পথে দীর্ঘদিন ধরে যৌন হয়রানি করতেন। তিনি নানা কৌশলে ওই শিশুদের প্রায়ই প্রলুব্ধ করতে চেষ্টা করতেন। গত বৃহস্পতিবার সকালে মাদরাসায় যাওয়ার পথে শিশুদের ডেকে নিয়ে মোবাইল ফোনে অশ্লীল ভিডিও দেখিয়ে শিশুদের যৌন হয়রানি করলে শিশুরা দৌঁড়ে বাড়ি চলে যায়। বাড়িতে গিয়ে বিষয়টি অভিভাবকদের জানানোর পর শনিবার দুপুরে তারা বরগুনার এসপির কাছে অভিযোগ করেন।

অতিরিক্ত পুলিশ সুপার (বরগুনা সদর সার্কেল) মেহেদী হাসান জানান, অশ্লীল ভিডিও দেখিয়ে চার শিশুকে যৌন হয়রানির অভিযোগে নুর মোহাম্মদ নামে একজনকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। বরগুনা থানায় একজন অভিবাবক বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১০ ধারায় মামলা দায়ের করেছে। রোববার আদালতের মাধ্যমে অভিযুক্ত নুর মোহাম্মদকে কারাগারে পাঠানো হয়েছে।

Check Also

একসঙ্গে ৬ সন্তানের জন্ম দিলেন তাসলিমা

চট্টগ্রামের নাজিরহাটে একসঙ্গে ছয় সন্তানের জন্ম দিয়েছেন এক মা। সন্তানদের মধ্যে চারজন ছেলে ও দুইজন …